দেশের অন্যত ডেন্টাল সংগঠন বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সাইন্স ( বিএফডিএস) ২৯ জুলাই এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের ডেন্টাল বিভাগের ইন্টার্ণ চিকিৎসকদের উপস্হিতিতে দিনব্যাপী চিকিৎসা প্রদাণ সহায়ক ওয়ার্কশপের আয়োজন করে।
ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহা সচিব অধ্যাপক হুমায়ুন কবীর বুলবুল, স্বাস্হ্য অধিতপ্তরের ডেন্টাল শিক্ষা বিষয়ক পরিচালক ডা: মোশাররফ হোসেন খন্দকার, বাংলাদেশ ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাবুদা সুলতানা, শমরিতা মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: আব্দুল জলিল আনসারী ও উপাদক্ষ অধ্যাপক ডা. আনোয়ার ইউসুফ ও সংগঠনের আহ্বায়ক ও পাইওনিয়ার ডেন্টাল কলেজের সভাপতি ডা: রকিবুল হোসেন রুমী অনুষ্ঠানের শুরুতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ।
ডা: সাজেদুল অসিফ ও ডা. সালসাবিল অর্ণবের উপস্হাপনায় সংগঠনের সদস্য সচিব ডা: মো: আসাফুজ্জোহা রাজ তাদের বিগত সফল নানা কার্যকর কর্মকান্ড তুলে ধরেন, আর ভবিষ্যতে ধারাবাহিক ভাবে দেশের সব ডেন্টাল কলেজ ক্যাম্পাসে ইন্টার্ণ চিকিৎসকদের নিয়ে এমন আয়োজন চলমান রাখার বিষয়ে আশা ব্যক্ত করেন।
দৈন্দিন রোগীর সেবা প্রদানকালে এমন কিছু বিষয় সামনে আসে যেটা পুথিঁগত বিদ্যাতে সীমাবদ্ধ থাকে না, সেই বিষয়গুলো তুলে ধরে ইন্টার্ণ চিকিৎসকদের কাজের আস্হা বাড়ানোই এ আয়োজনের মুল লক্ষ্য।
সাইন্টিফিক সেশনে ঢাকা ডেন্টাল কলেজের সহকারী অধ্যাপক ডা: সাইফুল ইসলাম, শমরিতা ডেন্টাল ইউনিটের সহকারী অধ্যাপক ডা. সুলতানা পারভিন ও শহীদ সোহরোওয়ার্দী ডেন্টাল ইউনিটের সহকারী অধ্যাপক ডা.নিতীশ কৃষ্ণ দাস সহজ ভাবে ওয়ার্কশপ পরিচালনা করেন।
ডা.মো: খবির উদ্দিন, ডা. আব্দুল আলীম, ডা. ইশরাক হোসেন রিপন, ডা: রুবাইয়া খানম, ডা. ঈশিকা নাজনিন,
ডা: সামসুজ্জামান বাবু, ডা: নাছিমা খান, ডা. হারুন উর রশীদ, ডা. মুমাস্বেরুল হক, ডা. শফিউর আমিন পরাগ, ডা: ফয়সাল সোলাইমান, ডা; সাইফুল্লাহ সারোয়ার, ডা: শামসুন নাহার
ডা: আতাউল্লাহ, ডা. রেজিনুর রহমান, ডা. মিতু, ডা: মাহমুদুর নবীন, ডা: দেবব্রত নাথ, ডা. সুরাইয়া ইয়াসমিন, ডা. সানজিদা উর্মী, ডা. মাহববুর রহমান, ডা: বিল্লাল হোসেন ইমরান, ডা. মোহাইমিন সামি, ডা. রোমান খাঁন, ডা. তানজীম সহ দেড় শতাধিক ডেন্টাল চিকিৎসকের উপস্হিতিতে এ আয়োজন ইন্টার্ণ চিকিৎসকদের প্রফেশনাল কাজে ভিন্ন মাত্রা যোগ করবে।
অনুষ্ঠান শেষে ইন্টার্ণ চিকিৎসকদের সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল এসকে এফ ফার্মাসিটিকালস্ লি:, পাওয়ার্ড বাই ইটোরিক্স, ডেন্টাল প্রফেশনে ব্যথা নাশক হিসাবে ইটোরিক্সের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে।