Connect with us

Dental Admission

এপ্রিলের আগে ভর্তি পরীক্ষা নয় : ৩০ এপ্রিল ডেন্টাল ভর্তি পরীক্ষা প্রস্তাব

Published

on

Dental Times

এইচএসসি ও সমমানের পরীক্ষার মূল্যায়নের ফল প্রকাশ করা হলেও করোনার বিদ্যমান পরিস্থিতিতে এপ্রিলের আগে মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হচ্ছে না। আর মেডিকেল ও প্রকৌশলে ভর্তি পরীক্ষার পর অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ২ এপ্রিল এমবিবিএসের পরীক্ষা এবং ৩০ এপ্রিল ডেন্টালের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে চারটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নিতে আলোচনা করলেও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আগের মতো আলাদা ভর্তি পরীক্ষা নেবে। তবে অন্য তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ বছর থেকেই গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নেবে। এর ফলে এ বছর মোট ৩০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে। একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সরাসরি পরীক্ষা ছাড়া গত শনিবার ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে এবার ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দেওয়া তথ্য বলছে, উচ্চশিক্ষায় প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন আছে ১৩ লাখ ২০ হাজারের মতো। ফলে এবার ভর্তি পরীক্ষা নিয়ে তীব্র প্রতিযোগিতা হবে।

২ এপ্রিল এমবিবিএসের পরীক্ষা এবং ৩০ এপ্রিল ডেন্টালের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে

বিজ্ঞানের পরীক্ষার্থীদের একটি বড় অংশের চেষ্টা থাকে মেডিকেলে ভর্তি হওয়া। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ ও ইউনিটে আসন আছে সাড়ে ১০ হাজারের মতো। স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ এইচ এম এনায়েত হোসেন জানালেন, এপ্রিল মাসে মেডিকেলের ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব করা হয়েছে। মন্ত্রণালয় যে তারিখ অনুমোদন দেবে, সেই তারিখে পরীক্ষা হবে।

এবার প্রথমবারের মতো ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে। ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় বিভাগের জন্য মোট তিনটি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা এই ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

এই গুচ্ছে থাকা একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গতকাল মঙ্গলবার বলেন, এপ্রিলের আগে কোনোভাবেই ভর্তি পরীক্ষা হবে না। কারণ, প্রস্তুতি নিতেই এক-দেড় মাস সময় লাগবে। এ ছাড়া রমজান মাসের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। আরেকজন উপাচার্য বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষাসংক্রান্ত কমিটির একজন যুগ্ম আহ্বায়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে প্রস্তুতির বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি সভা হবে। সেখানেই এ বিষয়গুলো আলোচনা করে করণীয় ঠিক করা হবে।

সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় গত শিক্ষাবর্ষ থেকেই গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে। এবার ভর্তির কাজটিতে নেতৃত্ব দিচ্ছে গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গিয়াসউদ্দিন মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, সাধারণত মেডিকেল ও বুয়েটের ভর্তি পরীক্ষার পরে তাঁরা পরীক্ষা নিয়ে থাকেন। এবারও তেমনটা হতে পারে। ভর্তি পরীক্ষা নিয়ে আগামী সপ্তাহেই একটি সভা করার প্রস্তুতি চলছে।

সরাসরি পরীক্ষা ছাড়া এই বিশেষ পরিস্থিতিতে এবার ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দেওয়া তথ্য বলছে, উচ্চশিক্ষায় প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন আছে ১৩ লাখ ২০ হাজারের মতো। ফলে এবার ভর্তি পরীক্ষা নিয়ে তীব্র প্রতিযোগিতা হবে।

সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় গত শিক্ষাবর্ষ থেকেই গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে। এবার ভর্তির কাজটিতে নেতৃত্ব দিচ্ছে গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গিয়াসউদ্দিন মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, সাধারণত মেডিকেল ও বুয়েটের ভর্তি পরীক্ষার পরে তাঁরা পরীক্ষা নিয়ে থাকেন। এবারও তেমনটা হতে পারে। ভর্তি পরীক্ষা নিয়ে আগামী সপ্তাহেই একটি সভা করার প্রস্তুতি চলছে।

Advertisement
Click to comment

Dental Admission

সরকারি ও বেসরকারি ডেন্টালের ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর

Published

on

Dental Times

করোনা ঊর্ধ্বমুখী সংক্রমণে পিছিয়ে যাওয়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর।

রোববার (৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত সপ্তাহে একটি অনলাইন মিটিং হয়েছে। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে এ রকম সিদ্ধান্ত হয়েছে। তবে এ নিয়ে আরও মিটিং হবে।’

অধ্যাপক ইউসুফ ফকির বলেন, ‘করোনা পরিস্থিতি ক্রমাগতভাবে কমবে বলেই আমরা আশা করছি। সে হিসাবে আগামী ১০ সেপ্টেম্বর ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রাথমিক অনুমোদন মিলেছে।’

এর আগে গত ৬ জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. একেএম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। তবে এদিন ভর্তি পরীক্ষার নতুন কোনো তারিখ জানানো হয়।

সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য ৫৩ হাজার চারজন আবেদন করেছেন। সে হিসাবে এবারের পরীক্ষায় প্রতিআসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯৭ জন শিক্ষার্থী।

Continue Reading

Dental Admission

বিডিএস ভর্তি পরীক্ষা ৩০ এপ্রিল

Published

on

Dental Times

২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ অনুমোদন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ এপ্রিল এমবিবিএস ও ৩০ এপ্রিল বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত চার ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি অনুমোদন সূত্র: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পত্র নং-স্বাঃ শিঃ অধি/চিঃশি/বিবি/২০২০/8৪২, তারিখঃ ০২/০১/২০২১ খ্রি উপযুক্ত বিষয় ও সূত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, ২০১০-১১ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি নির্দেশক্রমে নিম্নরূপভাবে অনুমোদন করা হলো।’

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী,

এমবিবিএস

ভর্তি পরিক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ: ০৭-০২-২০২১ হইতে ০৯-০২-২০২১ তারিখে মধ্যে সুবিধাজনক সময়ে,  
অনলাইনে ফরম পূরণ (শুরু হইতে শেষ): ১১-০২-২০২১ হইতে ০১-০৩-২০১১ পর্যন্ত,  
অনলাইনে টাকা জমার শেষ তারিখ: ০২-০৩-২০২১ রাত ১১.৫৯ টা পর্যন্ত, 
রোল নম্বর প্রদান, সিট প্লান তৈরি, টেলিটকে সিট প্লান প্রেরণ ও এডমিট কার্ড তৈরি করা এবং অন্যান্য অফিসিয়াল কার্যক্রম: ০২-০৩-২০২১ হইতে ১৯-০৩-২০২১ পর্যন্ত, 
প্রবেশ পত্র বিতরণ (ডাউনলোড): ২০-০৩-২০২১ হইতে ২৫-০৩-২০২১ পর্যন্ত, 
হাজিরা সিট ডাউনলোড: ২৭-০৩-২০২১ হইতে ০১-০৪-২০২১ পর্যন্ত এবং 
ভর্তি পরীক্ষার তারিখ ০২-০৪-২০২১ (শুক্রবার, সকাল ১০:০০ ঘটিকা)।

বিডিএস:

ভর্তি পরিক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ: ২৩-০৩-২০১১ হইতে ২৫-০৩-২০২১ তারিখের মধ্যে সুবিধাজনক সময়ে,
অনলাইনে ফর্ম পূরণ (শুরু হতে শেষ): ২৭-০৩-২০২১ হইতে ১৫-০৪-২০২১ পর্যন্ত,
অনলাইনে টাকা জমার শেষ তারিখ: ১৫-০৪-২০১১ রাত ১১.৫৯টা পর্যন্ত,
রোল নম্বর প্রদান, সিট প্লান তৈরি, টেলিটকে সিট প্লান প্রেরণ ও এডমিটকার্ড তৈরি, করা এবং অন্যান্য অফিসিয়াল কার্যক্রম: ১৭-০৪-২০২১ হইতে ২২-০৪-২০২১ পর্যন্ত, 
প্রবেশপত্র বিতরণ (ডাউনলোড): ২৪-০৪-২০২১ হইতে ২৬-৪-২০২১ পর্যন্ত,
হাজিরা সিট ডাউনলোড ২৭-০৪-২০২১ হইতে ২৯-০৪-২০২১ পর্যন্ত, 
ভর্তি পরীক্ষার তারিখ: ৩০-০৪-২০২১ (শুক্রবার, সকাল ১০:০০ ঘটিকা)।

এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে অধিদপ্তরের পরিচালকের (চিকিৎসা শিক্ষা) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Continue Reading
Dental Times
জাতীয়1 day ago

স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনার টিকা দেওয়া শুরু

Dental Times
আন্তর্জাতিক2 days ago

উহানবাসীর রক্তের নমুনা পরীক্ষা করবে চীন

Dental Times
আন্তর্জাতিক2 days ago

করোনার উৎস সন্ধানে ‘শেষ সুযোগ’ ডব্লিউএইচওর

Dental Times
জীবন ও কর্ম2 days ago

সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন বাঁধন

Dental Times
পড়ালেখা3 days ago

২৯ অক্টোবরেই ৪৩তম বিসিএস প্রিলি

Dental Times
শিক্ষাঙ্গন5 days ago

ডেন্টিস্ট সম্পর্কে প্রচলিত ধারণা বনাম বাস্তবতা

BDF বিডিএফ
সংগঠন1 week ago

বিডিএফ এর ৫২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আত্মসমর্পণের পর জামিন : স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদ
স্বাস্থ্য অধিদপ্তর1 week ago

আত্মসমর্পণের পর জামিন : স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদ

Dental Times
Campus News1 week ago

৫টি ডেন্টাল চেয়ার ক্রয়ে লুট পৌনে ২ কোটি টাকা

UDC 25th years Celebration
ঢাকা2 weeks ago

ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের ২৫ বছর পূর্তি

Dental Times
বিএমডিসি3 weeks ago

ছয় ভুয়া চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করলো বিএমডিসি

Dental Times
সংগঠন3 weeks ago

আইএপিডির সদস্য পদ পেলো বিএসপিডি

Dental Times
বিশেষ প্রতিবেদন4 weeks ago

ডোপ টেস্টের কোনো নীতিমালা নেই : টেস্টে পজিটিভ মানে তাকে মাদকাসক্ত বলা যাবেনা’

ঘাতক ড্রাইভারের শাস্তি চেয়ে পথে সরব ইউডিসি শিক্ষার্থীরা
ঢাকা1 month ago

ঘাতক ড্রাইভারের শাস্তি চেয়ে পথে সরব ইউডিসি শিক্ষার্থীরা

Dental Times
Dental Admission2 months ago

সরকারি ও বেসরকারি ডেন্টালের ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর

Dental Times
আন্তর্জাতিক2 months ago

ডেল্টা ভ্যারিয়েন্টের পর এবার নতুন আতঙ্ক কলম্বিয়ান ভ্যারিয়েন্ট

Dental Times
করোনা পরিস্থিতি3 months ago

সিনোফার্মের ৩০ লাখ টিকা ঢাকায়

Dental Times
জাতীয়3 months ago

‘পরিস্থিতি মোকাবিলায় ভাইভা ছাড়া ডাক্তার নার্স নিয়োগ হবে’

Dental Times
জাতীয়3 months ago

দেশে ডেন্টাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সময়ের দাবি – অধ্যাপক ডা. বুলবুল

Dental Times
জাতীয়3 months ago

একদিনে ঢাকায় আরও ৭৯ ডেঙ্গু রোগী

Advertisement

সম-সাময়িক

Subscribe for notification