সংগঠন
চিকিৎসকদের জন্য লিডারশীপ এক্সেলেন্সি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সংগঠন
ডা: মোত্তাকিন আহমেদ স্মরণে বিএসপিডি’র দোয়া মাহফিল
সংগঠন
বিএফডিএস’র আয়োজনে ডেন্টিস্টদের পদ্মা সেতু ভ্রমণ
BFDS
বিএফডিএস কতৃক ইন্টার্ণ চিকিৎসকের নিয়ে কার্যকর আয়োজন
BFDS
ইন্টার্ন চিকিৎসকের জন্য বিএফডিএস’র কর্মশালা
সংগঠন
বিশেষ চাহিদা সম্পন্ন রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশন
গত ৭ মে, ২০২২ সৈকতের নগরী কক্সবাজারে অবস্থিত হোটেল কোস্টাল পিস’এ “নাইট্রাস অক্সাইড ইনহেলেশন সিডেশন এবং বেসিক লাইফ সাপোর্ট “ ওয়ার্কশপের শেষ দিনে নতুন আত্মপ্রকাশ করে “স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশন”।
বাংলাদেশে প্রথমবারের মত “নাইট্রাস অক্সাইড ইনহেলেশন সিডেশন এবং বেসিক লাইফ সাপোর্ট” শিরোনামে আয়োজন করে “স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশন”।
প্রধান সমন্বয়ক ডাঃ ওমর ইবনে ফাইজুর রহমান এবাদ , সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ কামরুল হুদা, সাধারণ সম্পাদক ডাঃ তানিয়া ইসলাম কে প্রধান করে ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। যাতে অন্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ শফি উল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ তৌফিক হোসাইন চৌধুরী যারা ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের দায়িত্ব পায় ।
যার পরিপ্রক্ষিতে গত ১৫/০৬/২০২২ ইং তারিখ আদাবরে অবস্থিত প্রিন্স কিচেনে অনুষ্ঠিত প্রথম কমিটির প্রথম সভায় কর্যকরী পরিষদ পূর্ণাঙ্গ করা হয়। বিশেষ চাহিদা সম্পন্ন রোগীর স্বাস্থ্য সেবা, জেরিয়াট্রিক ডেন্টিস্ট্রি, ক্যান্সার চিকিৎসা পরবর্তী পুনর্বাসন ও তার মান উন্নয়ন নিয়ে কর্মকান্ড পরিচালনার মূল লক্ষ্য নিয়ে এই সংগঠনটির যাত্রা। ইতপুর্বে ২০১০ সাল থেকেই ক্ষুদ্র পরিসরে নিয়মিতভাবে বিশেষ চাহিদা সম্পন্ন রোগীদের সেবা ও বিনামূল্যে প্রায় শতাধিক ক্যাম্প পরিচালনা করার চুড়ান্ত রুপ প্রদান করার লক্ষ্যে কাজ করে আসছিলো অনেক প্রচারবিমুখ চিকিৎসক।
উল্লেখ্য, ৩ দিন ব্যাপী এই কনশাস সিডেশন ভিত্তিক সিম্পোজয়াম এবং কর্মশালা দুইটি ভ্যানুতে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ জেবুন্নেছা, প্রাক্তন চেয়ারম্যান পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি, বিএসএমএমইউ ও সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন অফ পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি। ৫ ও ৬ মে, ২০২২ দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানটি আয়োজিত হয় মেন্ডি ডেন্টাল কলেজ এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ এই দুইটি পৃথক ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হয়েছে।
এতে আলোচক ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত হয়েছিলেন উপমহাদেশের খ্যাতিমান শিশু দন্তচিকিৎসা বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ শ্রীনিবাস নামিনেনি । এছাড়াও বিশেষজ্ঞ ও প্রশিক্ষক হিসেবে ছিলেন ডাঃ শ্রীকান্ত কুমার মালিনেনি, অধ্যাপক ডাঃ জেরিন দেলোয়ার হোসেন, ডাঃ রবিউল ইসলাম তুহিন ও ডাঃ ওমর ইবনে ফয়জুর রহমান।
আয়োজনে সভাপতিত্ব করেন স্পেশাল হেলথকেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের আহবায়ক অধ্যাপক ডাঃ সৈয়দ কামরুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব ডাঃ তানিয়া ইসলাম। পুরো আয়োজনে সামগ্রিক ব্যবস্থাপনায় ছিলেন মেন্ডি ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও স্পেশাল হেলথকেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ সালাউদ্দিন আল আজাদ সোহাগ।
এছাড়া চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজে অনুষ্ঠেয় ওয়ার্কশপ ও সেমিনারে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের “ফ্যাকাল্টি অব ডেন্টিস্ট্রি”এর প্রথম ডীন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আকরাম পারভেজ চৌধুরী, চট্রগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মুসলিমউদ্দিন সবুজ।
সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয় কক্সবাজারে। এতে উপস্থিত ছিলেন পরিচালক,ডেন্টাল ডাঃ এম এইচ খন্দকার মুসা ও বিসিপিএস (ডেন্টিসট্রি)এর মহাসচিব ও খ্যাতনামা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ডাঃ এস এম আনোয়ার সাদাত। আয়োজনের শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয় এবং অধ্যাপক ডাঃ শ্রীনিবাস নামিনেনি (হায়দ্রাবাদ) কে দক্ষিন এশিয়ার ফাদার অফ সিডেশন ডেন্টিস্ট্রি সম্মাননা স্মারক এবং উপাধি প্রদান করা হয়।
-
ক্যারিয়ার3 weeks ago
জনস্বাস্থ্য ডেন্টিস্ট্রি বিভাগে পদসৃজন -(নিপসম)
-
জাতীয়1 month ago
ডেন্টাল সার্জন অবসরে, কর্তৃপক্ষের সম্মতিতে চিকিৎসা দিচ্ছে টেকনিশিয়ান
-
স্বাস্থ্য প্রশাসন2 months ago
ঝিনাইদহে ১০ ডেন্টাল ও শেরপুরে ৭ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
-
সংগঠন3 months ago
বিএফডিএস’র আয়োজনে ডেন্টিস্টদের পদ্মা সেতু ভ্রমণ