Connect with us

Uncategorized

জমকালো ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামলো ‘শেখ রাসেল স্মৃতি আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০১৯

DENTALTIMESBD.com

Published

on

শাহরিয়ার রহমান,ঢাডেক প্রতিনিধি: গত ৩০ অক্টোবর ২০১৯ উৎসবমুখর ফাইনালে টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ দল ডি-৫৬ কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সর্বজ্যেষ্ঠ দল ডিডিসি লিজেন্ড। আর সেইসাথে এবারের ‘শেখ রাসেল স্মৃতি আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট-২০১৯’- আসরের পর্দা নামলো ।

DentalTimes

গ্রুপপর্ব ও সেমিফাইনালের চড়াই উৎরাই পার করে টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল উপর্যুক্ত দল দুইটি। শক্তিমত্তার পরীক্ষায় যথেষ্ট লড়াই করেও শেষমেশ হার মানতে বাধ্য হয় ডি-৫৬ ব্যাচের খেলোয়াড়েরা। তবে তাদের পারফরম্যান্স দেখে মাঠে উপস্থিত দর্শকেরা ও অতিথিবৃন্দ আকুন্ঠ প্রশংসা করেন তাদের। এদিন ভেন্যু শহীদ পুলিশ স্মৃতি মাঠে ছিল দর্শকের উপচে পড়া ভিড়।সকল ব্যাচের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীতে পূর্ণ ছিল মাঠ।

DentalTimes

এরই ধারাবাহিকতায় ডি-৫৬ দলের আফসার তাতফিফ টুর্নামেন্ট সেরা খেলোয়াড় এবং নেপালী খেলোয়াড় থিনলে দরজি ফাইনাল সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।
এছাড়া লিজেন্ড দলের গোলকীপার কাম অধিনায়ক আকিব ফয়সাল ইশতি টুর্নামেন্ট সেরা গোলকীপার নির্বাচিত হন।

খেলাশেষে পুরষ্কার বিতরণীর পূর্বে খেলায় আমন্ত্রিত ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ হুমায়ুন কবীর বুলবুল, উপাধ্যক্ষ ডাঃ মোশাররফ হোসেন খন্দকার, বিভিন্ন বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ, আগত অতিথিবৃন্দ তাদের শুভেচ্ছাবক্তব্য পেশ করেন।

ফুটবল টুর্নামেন্টটির অন্যতম সমন্বয়ক হিসেবে ছিলেন চিলড্রেন প্রিভেন্টিভ এন্ড কমিউনিটি ডেন্টিস্ট্রি’র বিভাগের সহকারী অধ্যাপক  ডাঃ ইকরামুল আহমেদ সুমন সমাজ গঠনে সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে খেলাধুলার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। পাশাপাশি এরকম আয়োজনে প্রধান তত্বাবধানকারী অধ্যক্ষকে সাধুবাদ জানান। এরকম কর্মসূচি সকলকে এক কাতারে আনতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপাধ্যাক্ষ ডাঃ মোশাররফ হোসেন খন্দকার বলেন, “সুস্থ দেহ,সুন্দর মন, ফিটনেস ঠিক রাখার জন্য আমাদের নিয়মিত খেলাধুলার প্রয়োজন। এতে করে আমাদের শিক্ষালাভে সহায়ক হবে।”

এসময় অধ্যক্ষ অধ্যাপক ডাঃ হুমায়ুন কবীর বুলবুল বিজয়ী এবং বিজিত উভয় দলের খেলোয়াড়, সমর্থকদের মানসম্মত খেলা উপস্থাপনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এরকম প্রগতিশীল ও গঠনমূলক আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।মেয়েদের জন্য আউটডোর এবং ইনডোর স্পোর্টস টুর্নামেন্ট এর আশাবাদ ব্যক্ত করেন।আগামী ২০২০ মুজিব বর্ষব্যাপী বিশাল পরিকল্পনার আংশিক তুলে ধরেন। এছাড়াও মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঢাকা ডেন্টাল কলেজের সকল সৃজনশীল কর্মকান্ড পরিচালনাকারী পরিষদের কার্যক্রমের প্রশংসা করেন।
তিনি বিজয়ী, বিজিত দল,টুর্নামেন্ট সেরা খেলোয়াড়দের পুরষ্কার বিতরণ করেন।

উপস্থিত শিক্ষার্থীদের মধ্য হতে ডি-৫৪ ব্যাচের নাসরুল্লাহ শরীফের কাছে টুর্নামেন্টটির অবদান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “পড়াশোনার এত চাপের মাঝে এরকম আয়োজন শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় তা নয়, মানসিকভাবে আমাদের আরো উৎফুল্ল রাখে। ধন্যবাদ অধ্যক্ষ স্যারকে এমন একটি আয়োজন সার্বিক তত্বাবধানের জন্য।”

উল্লেখ্য গত ২৬ অক্টোবর ২০১৯ ছয়টি দলের অংশগ্রহণে ‘শেখ রাসেল স্মৃতি আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট’ এর শুভ উদ্বোধন হয়েছিল।

Continue Reading
Advertisement
Click to comment

Uncategorized

যশোর : ২২ চিকিৎসক-নার্সসহ ২৮ জন কোয়ারেন্টাইনে

DENTALTIMESBD.com

Published

on

করোনাভাইরাসে আক্রান্ত দুই রোগীর সংস্পর্শে আসায় যশোর জেনারেল হাসপাতালের ১১ চিকিৎসক, ১১ নার্স মোট ২৮ জন স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বুধবার হাসপাতালের তত্ত্বাবধায়কের জারি করা অফিস আদেশে এই কথা জানানো হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোয়ারেন্টাইনে পাঠানো এসব ডাক্তার ও নার্স করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীদের কনটাক্টে এসেছিলেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদের সঙ্গে যোগাযোগ করে পর্যায়ক্রমে এই হাসপাতালের সবার নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে।

ডা. দিলীপ কুমার রায় বলেন, করোনা আক্রান্ত দুই রোগীর সংস্পর্শে যেসব ডাক্তার, নার্স ও কর্মচারী এসেছিলেন তাদের শনাক্ত করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ১১ জন ডাক্তার ও ১১ জন নার্স ছাড়াও পরিচ্ছন্নতাকর্মী, ওয়ার্ড বয় ও আয়া মিলিয়ে মোট ২৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইনের মেয়াদ হবে ১৪ দিন। এই সময়কালে তাদের সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এমন পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক পদক্ষেপ হিসেবে করোনারি কেয়ার ইউনিট ও মেডিসিন ওয়ার্ড লকডাউন করে দেন। গুরুত্বপূর্ণ ইউনিট দুটি জীবাণুমুক্ত করার পদক্ষেপও নেওয়া হয়। ওই দুই স্থানে চিকিৎসাধীন রোগীদের স্থানান্তর করা হয় অন্য ওয়ার্ডে।

গত কয়েকদিনে শনাক্ত হওয়া করোনা পজেটিভদের বেশ কয়েকজনকে যশোর টিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যারা ওই হাসপাতালে যেতে অনাগ্রহ প্রকাশ করেছেন, তাদের নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রাখা হয়েছে।

যশোর টিবি হাসপাতালকে অস্থায়ী করোনা হাসপাতাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে করোনাভাইরাস আক্রান্তদের সেবার কাজে নিয়োজিতরা পাশেই নাজির শঙ্করপুরে অবস্থিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ডরমেটরিতে অবস্থান করছেন।

Continue Reading

Uncategorized

যে চারটি বেসরকারি হাসপাতালে হবে করোনাভাইরাস পরীক্ষা

DENTALTIMESBD.com

Published

on

বেসরকারি হাসপাতালে হবে করোনাভাইরাস পরীক্ষা

দেশে কোভিড-১৯ এর প্রকোপ বাড়তে থাকায় পরীক্ষার আওতা বাড়ানোর জন্য প্রথমবারের মত চারটি বেসরকারি হাসপাতালকে করোনাভাইরাস পরীক্ষা এবং চিকিৎসার অনুমতি দিয়েছে সরকার।

এর মধ্যে ঢাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলা), স্কয়ার হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতাল শুধু তাদের ভর্তি রোগীদের নমুনা পরীক্ষা করবে।

আর নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতাল বাইরের রোগীদের নমুনাও পরীক্ষা করতে পারবে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, “তারা যে নমুনা পরীক্ষা করবেন আমরা তা আগামীকাল থেকে অথবা যখন তারা কাজ শুরু করবেন তখন থেকে হিসাবে যুক্ত করব।”

তিনটি হাসপাতালকে বাইরের রোগীর নমুনা পরীক্ষার অনুমতি না দেওয়ার কারণ ব্যাখ্যা করে নাসিমা সুলতানা বলেন, “অনেক ক্ষেত্রে ফলোআপে সমস্যা হতে পারে, সে কারণে তাদের এখনও তাদের আউটডোর পেশেন্টের নমুনা পরীক্ষার অনুমতি দেওয়া হয়নি।”

এই চারটি বেসরকারি হাসপাতাল মিলিয়ে দেশে সব মিলিয়ে এখন ২৯টি মেডিকেল প্রতিষ্ঠানে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ব্যবস্থা হল।

বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৬৪১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৭১০৩ জন হয়েছে। এই সময়ে আরও আটজনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬৩ জন হয়েছে।

Continue Reading

Uncategorized

২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪১

DENTALTIMESBD.com

Published

on

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ১৬৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৪১ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা সাত হাজার ১০৩ জন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও চার হাজার ৯৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ৭০১টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৬৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ১০৩ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও আটজন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১১ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৫০ জন।

যারা নতুন করে মারা গেছেন, তাদের মধ্যে ছয়জন পুরুষ এবং দুজন নারী। ছয়জন ঢাকার বাসিন্দা এবং দুজন ঢাকার বাইরের। বয়সের দিক থেকে চারজন ষাটোর্ধ্ব, দুজন পঞ্চাশোর্ধ্ব এবং দুজন ত্রিশোর্ধ্ব।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

প্রায় চার মাস আগে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি অনেকটাই সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের প্রায় সাড়ে ৩১ লাখ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে দুই লাখ ১৮ হাজার। তবে নয় লাখ ৬১ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নিয়েছে আরও নানা পদক্ষেপ। যদিও এরই মধ্যে সীমিত পরিসরে ঢাকাসহ বিভিন্ন এলাকার কিছু পোশাক কারখানা সীমিত পরিসরে খুলতে শুরু করেছে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কি-না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

অন্যান্য

Continue Reading

জনপ্রিয়

Enable Notifications From DentalTimesBD    Ok No thanks