আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল ডেন্টাল ফাউন্ডেশনের “বর্ষপূর্তি ও সাইন্টিফিক সেমিনার ২০২২”
এই উপলক্ষ্যে গতকাল ৩০ অক্টোবর গ্লোবাল ডেন্টাল ফাউন্ডেশন রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত দ্যা ক্যাফে রিও’তে পোস্টার উম্মোচন অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ডাঃ পরিমল চন্দ্র মল্লিক, মহাসচিব ডাঃ একেএম কবির আহমেদ রিয়াজ, সংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডাঃ সিফাত উদ্দিন খান সহ সংগঠনের অন্যান্য সদস্যও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আগামী ১৫ নভেম্বর রাজধানীর ‘রেডিসন ব্লু’ তে আয়োজনটি অনুষ্ঠিত হবে।
আজ ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদ কক্ষে বাংলাদেশ এন্ডোডন্টিক সোসাইটি কতৃক আয়োজিত আগামী বছরের ৩ ফেব্রুয়ারী বঙ্গমাতা শেখ ফাজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হল, বিএসএমএমইউ প্রাঙ্গনে দিনব্যপী ৩য় জাতীয় এন্ডোডন্টিক কংগ্রেসের পোস্টার উন্মচোন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশের প্রায় অর্ধশত এন্ডোডন্টিস্টের উপস্হিতিতে বিভিন্ন বিষয় নিয়ে কার্যকর বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অধ্যাপক ওসমান গনি খান, সহ সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক আলী আসগর মোড়ল, সাধারণ সম্পাদক অধ্যাপক সামসুল আলম। দায়িত্ব প্রাপ্ত সাইন্টিফিক সাব কমিটির অন্যান্য সদস্যগণ নিজ নিজ দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সংগঠনের কোষাধক্ষ ও কংগ্রেস সেক্রেটারী ডা: মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন সম্ভাব্য সহস্রাধিক ডেন্টাল চিকিৎসকের উপস্হিতিতে দেশ ও দেশের বাইরের প্রথম শ্রেনীর চিকিৎসকদের সমন্বয়ে সাইন্টিফিক পর্বটি উপস্হিত সকলের জ্ঞানের পরিধিকে আরও সমৃদ্ধ করবে, কংগ্রেস সফল করতে সারাদেশের ডেন্টাল চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহন ও ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয় ।
বাংলাদেশ সোসাইটি অফ পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি (বিএসপিডি) এর আয়োজনে আজ ১৯ সেপ্টেম্বর ২০২২ ,উক্ত সংগঠন এর সদ্য প্রয়াত সাংস্কৃতিক সম্পাদক ডাঃ মোত্তাকিন আহমেদ মাসুদ স্মরণে ঢাকা ডেন্টাল কলেজ প্রাংগনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ঢাকা ডেন্টাল কলেজের প্রস্থোডন্টিক্স বিভাগের বিভাগীয় প্রধান ডাঃসৈয়দ ফারুক শিহাব।
আয়োজনে সভাপতিত্ব করেন বিএসপিডির সহ-সভাপতি ডাঃ শরীফুল ইসলাম বাহার। দোয়া মাহফিলে ডাঃ মোত্তাকিন আহমেদ মাসুদ এর কর্মময় জীবন, সংগঠন ও পেশার প্রতি আত্মনিবেদন এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সকল পরিস্থিতিতে তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডাঃহুমায়ুন কবির বুলবুল। এছাড়া উপস্থিত ছিলেন বিএসপিডি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃউম্মে সালমা আব্দুল্লাহ, ঢাকা ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃমোখলেসুর রহমান , ডাঃমোরশেদ আলম তালুকদার , ডাঃশফিকুল ইসলাম, অধ্যাপক ডাঃআসিফ ইকবাল খান, ডাঃ ইকরামুল আহমেদ সুমন, লেঃকর্নেল ডাঃআব্দুর রউফ, ডাঃআলী আকবর পলান,ডাঃগোলাম মোহাম্মদ পাভেল, ডাঃসায়েম ভুইয়া সনেট,ডাঃওয়াহেদুল আল মজিদী ।
অনুষ্ঠানে ডাঃ মোত্তাকিন আহমেদ মাসুদ এর স্ত্রী ডাঃফাতেমা আক্তার (রত্না)ও কন্যা ছাড়া ও উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ রওশন আক্তার, ডাঃ ফাহিমা আক্তার, ডাঃতাজদীক জি চৌধুরী, ডাঃ সৈয়দা তানজিনা আশরাফি, ডাঃআশিক কুরেশী ও ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল এর বিভিন্ন বিভাগের শিক্ষক ও চিকিৎসক বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ মোঃ সাজেদুল আসিফ ফারজান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল জামে মসজিদের খতীব।
১৭ সেপ্টেম্বর রাজধানীর বুয়েট গ্রাজুয়েট ক্লাবে দিনব্যাপী চিকিৎসকদের নিয়ে দেশে সর্বপ্রথম বারের মতো লিডারশীপ এক্সেলেন্সি শীর্ষক কার্যকর কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সাইন্স বিএফডিএস, বাংলাদেশ ডক্টরস্ ফাউন্ডেশন বিডিএফ ও লিডারশীপ ফোরাম বাংলাদেশ এলএফবি।
শুরুতে ডা: সাজেদুল আসিফের সাবলীল উপস্হাপনায় স্বাগত বক্তব্য রাখেন বিডিএফ এর মহাসচিব তাজিন আফরোজ শাহ, বিএফডিএস এর সদস্য সচিব ডা: মো: আসাফুজ্জোহা রাজ
জনাব এজাজুর রহমানের অসাধারণ বক্তৃতায় উপস্হিত বিএফডিএস এর আহ্বায়ক রকিবুল হোসেন রুমী, বিএসএমএমইউ এর শিশু দন্ত বিভাগের প্রতিষ্ঠাতা জেবু উন নেছা, স্বাস্হ্য অধিদপ্তরের পরিচালক মোশাররফ হোসেন খন্দকার, এলএফবি এর সভাপতি রোকনুজ্জামান খন্দকার, পাইওনিয়ার ডেন্টাল কলেজের অধ্যক্ষ রাকিবা সুলতানা, বাংলাদেশ ডেন্টাল কলেজের অধ্যক্ষ লাবুদা সুলতানা, মার্কস ডেন্টাল ইউনিট প্রধান আজিজুল হক , সোহরোয়ার্দী ডেন্টাল উইনিট প্রধান এএফএম শহীদুর রহমান, জিডিএফ এর সভাপতি পরিমল চন্দ্র মল্লিক, আনোয়ার সাদাদ, বিডিএফ এর সভাপতি শাহেদ রাফি পাভেল সহসভাপতি জয়নাল আবেদিন টিটো ও উপদেষ্টা হালিদা হানুম আখতার , কাজী মুশতাক হোসেন, আব্দুল হানিফ , আজম খান ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এম পারভেজ রহিম, সামস জামান বাবু, মামুনুর রশীদ, শামীম সুলতানা রুমা, সাইফুল ইসলাম, নিতিষ কৃষ্ দাস, নাছিমা খান, সামসুন নাহার, ফজলে রাব্বী, সফিউর রহমান পরাগ, ইসরাত জেরিন, সৈয়দ মো: মোসহাব আলী, সাইফুল্লাহ সারোয়ার, নাফিসা নাহার, মাহবুবুর রহমান, মাহমুদুর নবীন, সানজিদা ইয়াসমিন, তৌকির হাসান সহ শতাধিক চিকিৎসক মুগ্ধ হয়। ব্যাতিক্রম ধর্মী এ আয়োজন সর্বজন কতৃক প্রশংসিত হয়।
সম্প্রতি দেশের অন্যতম ডেন্টাল সংগঠন বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সাইন্স দেশের স্বনামধন্য ডেন্টাল চিকিৎসকদের নিয়ে পদ্মা সেতু ভ্রমণ ও দিনব্যাপী মনোরম প্রাকৃতিক পরিবেশে নৌবিহার, সঙ্গীতা অনুষ্ঠান সহ আনন্দময় মিলনমেলার আয়োজন করে।
ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহা সচিব অধ্যাপক ডাঃ হুমায়ুন কবীর বুলবুল, স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল শিক্ষা বিষয়ক পরিচালক ডা: মোশাররফ হোসেন খন্দকার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোডন্টিক বিভাগের প্রধান ও সাবেক ডীন অধ্যাপক ডাঃ গাজী শামীম হাসান, আপডেট ডেন্টাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ওসমান গণি খান, মার্কস ডেন্টাল ইউনিট প্রধান অধ্যাপক ডা: আজিজুল হক, কুমুদিনি ডেন্টাল ইউনিট প্রধান ডাঃ অধ্যাপক জালাল মাহমুদ, মেন্ডি ডেন্টাল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সালাহউদ্দিন আল আজাদ, অধ্যাপক ডাঃ সালাউদ্দিন, সিলেট ওসমানী ডেন্টাল ইউনিট সাবেক ডাঃ মুমিনুল হক, ডা: শাহরিয়ার ফয়সাল, ডা: সেলিনা পারভীন।
উপস্থাপনায় সংগঠনের সদস্য সচিব ডা: মো: আসাফুজ্জোহা রাজ এতো বড় আয়োজন সফল ভাবে সম্পন্ন করার জন্য সদস্যদের ধন্যবাদ জানান ও ভবিষ্যতে চিকিৎসকদের এমন সহযোগীতা পেলে এর চেয়ে ভালো একাডেমিক ও এক্সট্রা একাডেমিক কর্মসূচি আসবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মাত্র চার বছরে প্রতিষ্ঠিত বিএফডিএস ডেন্টাল পেশায় ২টি সুবিশাল আন্তর্জাতিক সেমিনার, তিনটি জাতীয় সেমিনার, অসংখ্য ডেন্টাল ক্যাম্প, হ্যান্ডঅন ট্রেনিং, ইফতার মাহফিল, প্রয়াত চিকিৎসকদের উদ্দেশ্যে বিশেষ শোক সভা ও দোয়া মাহফিল, জনগণকে স্বাস্থ্য সেবায় উদ্বুদ্ধ করতে একাধিক শোভা যাত্রা, কোভিড অতিমারীতে সারা দেশে টেলিডেন্টিস্ট্রি সেবা চালু, মিডিয়াতে স্বাস্থ্য বিষয়ক শতাধিক ফিচার, চিকিৎসকদের সুস্থ্য বিনোদন সহ বিভিন্ন কার্যকর ও প্রসংশনীয় কর্মসৃচি পরিচালনা করে জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি ডেন্টাল কলেজ ক্যাম্পাস ভিত্তিক ইন্টার্ণ চিকিৎসকদের নিয়ে চলমান একাডেমিক ওয়ার্কশপ বিএফডিএস এর সফলতায় ভিন্নমাত্রা যোগ করেছে।
অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল দেশের অন্যতম প্রেসক্রাইবড টুথপেষ্ট মেডিপ্লাস ও এসকে এফ ফার্মাসিটিকালস্ লি:, পাওয়ার্ড বাই ইটোরিক্স।
দেশের অন্যত ডেন্টাল সংগঠন বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সাইন্স ( বিএফডিএস) ২৯ জুলাই এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের ডেন্টাল বিভাগের ইন্টার্ণ চিকিৎসকদের উপস্হিতিতে দিনব্যাপী চিকিৎসা প্রদাণ সহায়ক ওয়ার্কশপের আয়োজন করে।
ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহা সচিব অধ্যাপক হুমায়ুন কবীর বুলবুল, স্বাস্হ্য অধিতপ্তরের ডেন্টাল শিক্ষা বিষয়ক পরিচালক ডা: মোশাররফ হোসেন খন্দকার, বাংলাদেশ ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাবুদা সুলতানা, শমরিতা মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: আব্দুল জলিল আনসারী ও উপাদক্ষ অধ্যাপক ডা. আনোয়ার ইউসুফ ও সংগঠনের আহ্বায়ক ও পাইওনিয়ার ডেন্টাল কলেজের সভাপতি ডা: রকিবুল হোসেন রুমী অনুষ্ঠানের শুরুতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ।
ডা: সাজেদুল অসিফ ও ডা. সালসাবিল অর্ণবের উপস্হাপনায় সংগঠনের সদস্য সচিব ডা: মো: আসাফুজ্জোহা রাজ তাদের বিগত সফল নানা কার্যকর কর্মকান্ড তুলে ধরেন, আর ভবিষ্যতে ধারাবাহিক ভাবে দেশের সব ডেন্টাল কলেজ ক্যাম্পাসে ইন্টার্ণ চিকিৎসকদের নিয়ে এমন আয়োজন চলমান রাখার বিষয়ে আশা ব্যক্ত করেন।
দৈন্দিন রোগীর সেবা প্রদানকালে এমন কিছু বিষয় সামনে আসে যেটা পুথিঁগত বিদ্যাতে সীমাবদ্ধ থাকে না, সেই বিষয়গুলো তুলে ধরে ইন্টার্ণ চিকিৎসকদের কাজের আস্হা বাড়ানোই এ আয়োজনের মুল লক্ষ্য।
সাইন্টিফিক সেশনে ঢাকা ডেন্টাল কলেজের সহকারী অধ্যাপক ডা: সাইফুল ইসলাম, শমরিতা ডেন্টাল ইউনিটের সহকারী অধ্যাপক ডা. সুলতানা পারভিন ও শহীদ সোহরোওয়ার্দী ডেন্টাল ইউনিটের সহকারী অধ্যাপক ডা.নিতীশ কৃষ্ণ দাস সহজ ভাবে ওয়ার্কশপ পরিচালনা করেন।