৫ই জানুয়ারি ২০২২ বুধবার টুথ ফেইরি ফাউন্ডেশনের অনুষ্ঠিতব্য ৩য় আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল সিম্পজিয়াম অন একাডেমিক বেজড ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রি ২০২২’ এর পোস্টার উন্মোচন সভা অনুষ্ঠিত হয়।
২০১৭ এবং ২০১৯ সালে বাংলাদেশ ডেন্টিস্ট্রির মানোন্নয়নের লক্ষ্যে দুইটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের ধারাবাহিকতায় আগামী ৪ ফেব্রুয়ারি ২০২২ এ ঢাকাস্থ পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে এবারের সম্মেলন আয়োজন করতে যাচ্ছে টুথ ফেইরি ফাউন্ডেশন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রফেসর ডাঃ মোস্তাক হাসান সাত্তার। সভায় অংশগ্রহণ করেন বিএসএমএমইউ এর সাবেক কোষাধ্যক্ষ ও ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ূন কবির, ডা. আশিস কুমার বনিক, ডা. হেলাল উদ্দিন, অধ্যাপিকা ডা. লাবুদা সুলতানা, অধ্যাপক ডা. আজিজ সাইকি, ডা. অনুপম পোদ্দার, ডা. রিফাত এবং ডা. আহাদ।
উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. আলভী রহমান, উপ-সভাপতি ডা. তন্ময় সাহা, সাধারন সম্পাদক ডা. সজীব কুমার বাড়ৈ, কোষাধ্যক্ষ ডা. শেখ রিজওয়ানুর রহমান হিমেল সহ সংগঠনের কার্যকরী সদস্য ডা. ইরা, ডা. মৌ, সায়মা নূর লিনা, ডা. ম্যানিলা, ডা. সামিউল হাসান সুমিত, ডা. উর্বশী, ডা. আজমেরি, ডা. নুহাশ, ডা. নিশি, ডা. নিশীথ, ডা. আসিফ চিশতী, ডা. নিলয়, ডা. মেহনাজ, শাহরুখ ফারহান এবং অন্যান্যরা।
উল্লেখ্য টুথ ফেইরি ফাউন্ডেশন ২০১২ সাল থেকে ডেন্টাল পাবলিক হেলথ প্রমোশন ও ডেন্টিস্ট্রির মানোন্নয়নের লক্ষ্যে স্কুল ও কমিউনিটি ভিত্তিক ডেন্টাল ক্যাম্পেইন, ডাক্তারদের জন্য হাতে কলমে উচ্চতর প্রশিক্ষণ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত সম্মেলন আয়োজন করে আসছে।