Connect with us

Uncategorized

ডেন্টিস্টদের এন্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা – ডাঃ শওকত মামুন

Published

on

এন্টিবায়োটিক রেসিসটেন্স আমাদের দেশের জন্য একটা বড় হুমকি।আমাদের যে স্বাভাবিক ইমিউনিটি আছে, আমরা যদি বেশি মাত্রায় এন্টিবায়োটিক ব্যবহার করি তাহলে স্বাভাবিক এই ইমিউন সিস্টেম সঠিকভাবে কাজ করার ক্ষমতা কমে আসে। এই ইমিউন রেসপন্সটা কমে আসে। এন্টিবায়োটিক লেখার উপর আমদের কোন কন্ট্রোল নাই। কে এন্টিবায়োটিক লিখতে পারবে কে পারবে নাহ সেটির সুনির্দিষ্ট কোন নিয়ম নেই। কি পরিমান এন্টিবায়োটিক বানানো হচ্ছে কি পরিমান এন্টিবায়োটিক ডাক্তাররা লিখছে এ বিষয়ে আমাদের কোন নীতিমালা নাই এবং এমন কোন নীতিমালা নেই যে এই এন্টিবায়োটিকগুলো প্রেসক্রিপশন ছাড়া লিখা যাবে নাহ। উন্নত বিশ্বে সাধারন মানুষজন প্রেস্কিপশন ছাড়া ফার্মেসী থেকে কোন এন্টিবায়োটিক নিতে পারে নাহ এবং প্রেসক্রিপশনে যে পরিমাণ এন্টিবায়োটিক সেবনের নির্দেশনা দেয়া হয়েছে এর বেশি পরিমান এন্টিবায়োটিক কাউকেই দেয়া হয় নাহ৷ পুনরায় একই এন্টিবায়োটিক প্রেসক্রিপশন ব্যতীত কখনোই সাধারণ মানুষজনকে দেয়া হয় নাহ। কিন্তু আমাদের দেশে সাধারণ মানুষের মাঝে একটি প্রবণতা কাজ করে, অনেকেই আছেন যারা ডাক্তার এর কাছে না গিয়ে সরাসরি ফার্মেসীতে চলে যায় এবং ফার্মেসী তে বসা ফার্মাসিস্ট নিজের ব্যবসার সুবাদে তাকে দামী এন্টিবায়োটিক দিয়ে দেয় এবং অনেক ক্ষেত্রে এন্টিবায়োটিক এর ডোজ বা পরিমান এবং কোর্স সঠিক থাকে নাহ৷ রোগী সেই এন্টিবায়োটিক ইচ্ছে মত সেবন করলো এবং কিছু সময়ের জন্য আরোগ্য লাভ করলো৷ কিন্তু যে পরিমাণ সেবনের প্রয়োজন ছিল সেটি সঠিক পরিমানে না হওয়ায় সেই এন্টিবায়োটিক একটি সময়ের পর আর কাজ করে নাহ। যাকে মেডিক্যালীয় পরিভাষায় বলে এন্টিবায়োটিক রেসিস্ট্যান্ট। উদাহরণস্বরুপ, কারো শরীরে ১০০০ ব্যাকটেরিয়া আছে, তার জন্য অবশ্যই ১০০০ এর সমপরিমান এন্টিবায়োটিক লাগবে৷ সেখানে ৪০০/৫০০ পরিমান এন্টিবায়োটিক সেবন করলো তাহলে কিছুদিন হয়তো রোগী ভাল থাকবে। কিন্তু বাকি ৪০০/৫০০ ব্যাক্টেরিয়া তারা মৃত ব্যাকটেরিয়ার জিনোম কোড মিউটেশন এর মাধ্যমে নতুনভাবে আক্রমন করবে৷ ফলে নতুন মিউটেশন হওয়া ব্যাক্টেরিয়াগুলো সেই এন্টিবায়োটিক দ্বারা ধ্বংস হবে নাহ। তখন সেই রোগীর শরীরে এন্টি বায়োটিক রেসিন্টেন্স তৈরী হবে৷ এছাড়া এন্টিবায়োটিক প্রদানে একজন হেলথ প্রফেশনাল এর অবশ্যই ইনফেকশন এর ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। রোগীর জন্য শুধু সঠিক এন্টিবায়োটিক নির্ধারন ই নয় বরং সঠিক পরিমানটিও গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরুপ কোন রোগীর ৫০০ মিলিগ্রাম প্রয়োজন, অথচ সেখানে ২৫০ মিলিগ্রাম দেয়া হলো বা কোন রোগীর ৭ দিন সেবন করতে হবে তাকে ৫ দিন দেয়া৷ হলো। পাশাপাশি রোগীকে ৫ দিন দেয়া সত্ত্বেও সে ৩ দিন খেয়ে ভাল হয়ে আর খেল নাহ৷ এটিই মূলত ক্ষতির কারন। উদাহরণস্বরুপ – কোন রোগী দাঁতের গোড়ায় পূঁজ বা ওডোন্টোজেনিক কোন ইনফেকশন নিয়ে এসেছে তখন তাকে এন্টিবায়োটিক এর কোর্স সহ দিয়ে দেয়া হলো৷ সে কিছুদিন সেবন করার পর ভাল বোধ করার আর সেবন করলো নাহ৷ এই অসম্পূর্ণ কোর্সের পর যখন রোগী পরবর্তীতে ১/২ মাস পর পুনরায় একই ইনফেকশন নিয়ে আসে তখন আর সেই একই এন্টিবায়োটিক দেবার সুযোগ থাকে নাহ। সেই এন্টিবায়োটিক তখন ভালো কাজ করার সম্ভাবনা কমে আসে এবং নতুন আরো উন্নত উপরের গ্রেডে এবং আগের চেয়ে দামী কোন এন্টিবায়োটিক তাকে প্রদান করতে হয়৷ তখন রোগীর খরচ ও বৃদ্ধি পায় এবং তার চিকিৎসা আরো জটিল হয়। হয়তো প্রাথমিকভাবে এবসেস ড্রেইনেজ করে দিলেই হতো৷ কিন্তু এন্টিবায়োটিক এর এমন ব্যবহার প্রাথমিকভাবে তার ইনফেকশনকে স্বাভাবিক করলে ও পরবর্তীতে পরিবর্তিত হওয়া সেই ব্যাক্টেরিয়া সেই ইনফেকশকে আরো জটিল ভাবে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে দেয় এবং সেটির চিকিৎসার জন্য হয়তো বড় ধরনের কোন সার্জারীর প্রয়োজন হয়। একজন ফিজিশিয়ানকে অবশ্যই এন্টিবায়োটিক পছন্দের ক্ষেত্রে সচেতন হতে এবে এবং কোথায় এন্টিবায়োটিক প্রয়োজন, কোথায় এন্টিবায়োটিক না দিলেও চলবে সে জায়গাগুলো সঠিকভাবে নিরুপন করতে হবে৷ উদাহরণস্বরুপ, কোন দাঁত এর কাছাকাছি মাড়ি ফুলে গেছে, ব্যাথা আছে, এক্স-রে করে এবং ক্লিনিক্যাল ডায়াগনোসিস এর মাধ্যমে আমরা বুঝতে পারি সেখানে পুঁজ আছে সেখানে এন্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। কিন্তু এন্ডোডন্টিক চিকিৎসায় হরহামেশা এন্টিবায়োটিক ব্যবহার লক্ষ্য করা যায়৷ যেটি উচিত নয়। এন্ডোডন্টিক চিকিৎসায় যদি কোন ধরনের ইনফেকশন পাওয়া যায়, তাহলে সেখানে এন্টিবায়োটিক ব্যবহারের উপযোগিতা রয়েছে। অনেকে স্টেরিলাইজেশন এর দোহাই দিয়ে রোগিকে এন্টিবায়োটিক প্রদান করছেন৷ কিন্তু নিজে থেকেই স্টেরিলাইজেশন নিশ্চিত না করে বরং রোগীকে সেই স্টেরিলাইজেশন এর অভাবের দরুন কোন ইনফেকশন হবার সুযোগ আছে এরকম ধারণা প্রদান করে এন্টিবায়োটিক প্রদান করা কোনভাবেই উচিত নাহ। যেকোন প্রফেশনাল এর কোনভাবেই নিজে থেকে রোগীর মুখে অর্গানিজম কে ইন্টোডিউস করায় দেয়ার কোন যুক্তি থাকতে পারে নাহ। বরংচ স্টেরিলাইজেশনকে সুনিশ্চিত করে এন্টিবায়োটিক এর এমন অপব্যবহারকে কমিয়ে আনা প্রয়োজন৷ এন্টিবায়োটিক এর ব্যবহারের ক্ষেত্রে ক্লিনিক্যাল গুরুত্ব থাকা উচিত। যত্রতত্র অযোক্তিকভাবে এন্টিবায়োটিক ব্যবহার ই এন্টিবায়োটিক রেসিস্টেন্স এর মূল কারন। আসলে উচিত হচ্ছে প্রতিটা সময়ই কালচার এবং সেনসেটিভিটি টেস্টের মাধ্যমে রোগীর জন্য সর্বাপেক্ষা কম মূল্যের সঠিক এন্টিবায়োটিক এর ব্যবহার।কিন্তু আমাদের ডেন্টাল এর ক্ষেত্রে স্টেফাইলোকক্কাল ও স্ট্রেপটোকক্কাল ইনফেকশন বেশি হয়। এগুলোর মধ্য বিটা ল্যাক্টাম রিং থাকে। এই রিং যেই এন্টিবায়োটিক ভাংতে পারে সেই এন্টিবায়োটিক ব্যবহার করলেই হয়। আমরা এমক্সিসিলিন ব্যবহার করে থাকি। উদাহরণস্বরূপ রোগী এমক্সিসিলিন আগে সেবন করেছে সেক্ষেত্রে আমরা যদি সরাসরি সেফুরক্সিম এ চলে যাই, সেটি ঠিক নয়, এমক্সিসিলিন এর পর ক্লাভুলানিক এসিড, সেফ্রাডিন, মেট্রোনিডাজল ব্যবহার করা যেতে পারে।আবার মেট্রোনিডাজল এবং এমক্সিসিলিন এর কম্বিনেশন ও করা যায়, ক্লাভুলানিক এসিড ও কম্বিনেশন করে ব্যবহার করা যায়৷ এন্টবায়োটিক ব্যবহারে জেনারেশন মেনে ঔষধ দেয়া উচিত। এন্ডোডন্টিক ট্রিটমেন্টে সবক্ষেত্রে এন্টিবায়োটিক এর প্রয়োজনীয়তা নেই। তাই লিখাও উচিত নাহ্৷ যেখানে ইনফেকশন আছে, পূঁজ আছে, সাইনাস আছে, ফোলা আছে, সেখানে এন্টিবায়োটিক ব্যবহার করা উচিত। কিন্তু যেখানে ক্যানেল খুলে দেখা গেল পূঁজ আছে দেখা যাচ্ছে, পর্যাপ্ত ইরিগেশন দরকার সেখানে পর্যাপ্ত সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে ইরিগেশন করে দিলেই হয়ে যায়। আর সার্জিকেল সাইট ইনফেকশনে আমরা রাবার ড্যাম ব্যবহার করি নাহ৷ এটি আমাদের দেশে বহুল ব্যবহৃত হচ্ছে নাহ৷ আর স্টেরিলাইজেশনের সাথে এন্টিবায়োটিক ব্যবহারের কোন সম্পর্ক নাই। আরেকটি ব্যাপার আসলে না বললেই নয় এন্টিবায়োটিক কখনোই হিলিং করে নাহ। কাজেই হিলিং এর সাথে এন্টিবায়োটিক এর কোন সম্পর্ক নেই। উদাহরণস্বরুপ কোন ডায়াবেটিক রোগী দাঁতে ব্যাথা নিয়ে এসেছে। দাঁত ফেলে দিতে হবে৷ তার ইমিউনিটি কমপ্রোমাইজড। নিউট্রোপেনিয়া বা লেইজি নিউট্রোফিল থাকার কারনে তার শ্বেতরক্তকণিকা ভালভাবে কাজ করে নাহ। যার জন্য তার ইনফেকশন হবার সুয়োগ থাকে বেশি, সেখানে এন্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। যদিও মুখে রক্তসঞ্চালন ভাল হবার কারনে বেশির ভাগ ক্ষেত্রে হিলিং হয়ে যায়। কিন্তু একজন স্বাভাবিক মানুষ কোন প্যাথলজী ছাড়া কোন দাঁত ফেলার ক্ষেত্রে এন্টিবায়োটিক এর প্রয়োজন হয় নাহ। অর্থাৎ, এন্টিবায়োটিক এর সাথে হিলিং এর সাথে সম্পর্ক নেই। যদি কোন কারনে ইমিউনিটি কম থাকে, বয়ষ্ক রোগী হয়, কোমরবিডিটি থাকে, অন্য কোন কারনে দেরীতে হিলিং হওয়ার কোন সম্ভাবনা থাকে এবং ইনফেকশন হবার সুযোগ থাকে তাহলে অবশ্যই এন্টিবায়োটিক ব্যবহার করা উচিত। কাজেই ইনফেকশন এর ধরন অনুযায়ী, নূন্যতম ৫ দিন থেকে শুরু করে ৭ দিন এবং ক্ষেত্রবিশেষে ১৪ দিনের জন্যও এন্টিবায়োটিক সেবনের পরামর্শ দিতে হবে। পাশাপাশি পেরিওডন্টোলজি তে চিকিৎসার ক্ষেত্রে ও এন্টিবায়োটিক এর ব্যবহার রয়েছে। যেমন – ইনফেকটিভ এন্ডোকার্ডাইটিস এর জন্য প্রোফাইলেকটিক এন্টিবায়োটিক দেয়া হয়। যদি কারো এন্ডোকার্ডিয়ামে কোন ধরনের সংক্রমনের সুযোগ থাকে তাহলে অবশ্যই এন্টিবায়োটিক দিতে হবে। কিন্তু স্বাভাবিক স্কেলিং এবং যদি ডিপ পকেট কিউরেট না করা হয় তাহলে সেক্ষেত্রে এন্টিবায়োটিক এর ব্যবহার প্রয়োজন নেই। যেখানে ডিপ পকেট কিউরেট করা হবে বা প্রচুর রক্তপাত হবার সম্ভাবনা আছে সেখানে এন্টিবায়োটিক ব্যবহার প্রয়োজনীয়। যেমন- এনাগ বা একিউট আলসারেটিভ জিনজিভাইটিস এর ক্ষেত্রে এন্টিবায়োটিক ব্যবহার করা হয়। পাশাপাশি রোগীদের এন্টিবায়োটিক রেসিসটেন্স এর পেছনে কিছুটা হলেও আমাদের দেশের ঔষধ কোম্পানীরা দায়ি। ওনাদের প্রতিনিধিরা দামী ঔষধ লেখার জন্য অনেক সময় ডেন্টাল প্রফেশনালদের অনুরোধ করে। যেখানে এমক্সিসিলিন কাজ করবে সেখানে সেফুরক্সিম লিখার জন্য তাদের পক্ষ থেকে অনুরোধ আসে। তাই আমরা যারা ফিজিশিয়ান আছি তাদের অবশ্যই এই ব্যাপারে সতকর্তা অবলম্বন করা উচিত। তাই  আশা করি ফিজিশিয়ান, রোগী, ফার্মাসিস্ট সকলের সচেতনতার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষ এন্টিবায়োটিক এর ব্যবহারে সচেতনতা অবলম্বন করবে।

Dental Times

ডাঃ শওকত মামুন
এমএস(ওএমএস), বিডিএস, বিসিএস(স্বাস্থ্য), ওটিসি(অস্ট্রেলিয়া)
সহকারী অধ্যাপক
ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগ
ঢাকা ডেন্টাল কলেজ, ঢাকা

Advertisement

Uncategorized

‘বিভিন্ন টাইপের লকডাউন আসবে’ – জাহিদ মালেক

Published

on

Dental Times

করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখীতে দেশে বিভিন্ন ধরনের লকডাউন আসতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আজই হয়তো এর ডিক্লিয়ারেশন আসতে পারে।’

জাহিদ মালেক বলেন, ‘বিভিন্ন টাইপের লকডাউন আসবে।’

সেটা কেমন হবে জানতে চাইলে বলেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দারবানে যাওয়া আসা বন্ধ হবে। বিয়ের অনুষ্ঠান, পিকনিক, ওয়াজ মাহফিল বন্ধ করার নির্দেশনা আসতে পারে। যেখানে জনসমাগম হয় সেসব জায়গায় রেস্ট্রিকশন আসতে পারে-এভাবেই বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আসবে। আমরা স্বাস্থ্য মন্ত্রাণলয়ের পক্ষ থেকে ইতোমধ্যে এ বিষয়ের প্রস্তাবনা প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে ২২ দফার যে প্রোপোজাল গেছে, সেখানে বিভিন্ন ধরনের প্রস্তাব রয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রী দেখে যেটা ভালো মনে করবেন সে অনুযায়ী নির্দেশনা জারি করবেন। এর মধ্যে বিভিন্ন ধরনের লকডাউন থাকবে।’

প্রস্তাবানার মধ্যে আছে:

১. সব ধরনের (সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা। কমিউনিটি সেন্টার/কনভেনশন সেন্টারে বিয়ে/জন্মদিন/সভা/সেমিনার ইত্যাদি অনুষ্ঠান বন্ধ রাখা।

২. বাড়িতে বিয়ে/জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানে জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা।

৩. মসজিদসহ সব উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে ন্যূনতম উপস্থিতি নিশ্চিত করা (ওয়াক্তিয়া নামাজে ৫-এর অধিক নয় এবং জুমার নামাজে ১০-এর অধিক নয়)।

৪. পর্যটন/বিনোদন কেন্দ্র/সিনেমা হল/থিয়েটার ও সব ধরনের মেলা বন্ধ রাখা।

Continue Reading

Uncategorized

কোভিড-১৯ মোকাবিলায় এআই টুল ‘ বিটকরোনা ‘

Published

on

Dental Times

কোভিড-১৯ মোকাবিলায় ‘বিটকরোনা’ নামের করোনা শনাক্তকারী কৃত্তিম বৃদ্ধিমত্তা টুল তৈরি করেছে দেশি সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান ইজেনারেশন । তাদের দাবি, করোনাবট এবং এক্স-রে ইমেজ অ্যানালাইসিস টুল উন্নত উপায়ে ও দ্রুতগতিতে করোনাভাইরাস আক্রান্ত কি না, তা নিজে থেকে শনাক্ত করার জন্য ব্যবহার করা যাবে।

ইজেনারেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবহারকারী নিজেই কোভিড-১৯ পরীক্ষার জন্য উপযুক্ত কি না, সেই সিদ্ধান্ত যাতে নিতে পারেন, এ জন্য ইজেনারেশন করোনাবটকে সেলফ-টেস্টিং টুলস হিসেবে তৈরি করেছে। এটি ব্যবহারকারীকে নিজে থেকেই তাৎক্ষণিকভাবে আইসোলেশনে থাকতে উৎসাহ দেয়।

এটি স্বাস্থ্যকর্মীদের সময় বাঁচাতে পারে। ব্যবহারকারীদের প্রশ্ন বুঝতে পারা এবং সেটির যথাযথ উত্তর দেয়ার জন্য করোনাবটটিতে কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয়েছে। বটটি ইংরেজি, বাংলা এবং বাংলা ভাষাকে ইংরেজি অক্ষরে লেখা প্রশ্নের উত্তর দিতে পারে।

এর পাশাপাশি ইজেনারেশন মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে এক্স-রে ছবি বিশ্লেষণী টুল তৈরি করেছে যা বুকের এক্স-রে ছবি দেখে কোভিড-১৯ শনাক্তকরণে কার্যকর হতে পারে। এই টুল ব্যবহার করে ব্যবহারকারীরা সুস্থ আছেন কিনা, মৃদু নিউমোনিয়ায় আক্রান্ত কিনা অথবা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন কিনা সেটি জানা যাবে। ইজেনারেশন বিটকরোনা (http://beatcorona.egeneration.co/) ওয়েবসাইটে গিয়ে এক্স-রে ছবি আপলোড করলে টুলটি ফলাফল দেখাবে

ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান বলেন, ‘ইজেনারেশন বিগত দুই বছর ধরে স্বাস্থ্যসেবা সফটওয়্যার ও অ্যানালিটিক্স নিয়ে নিবিড়ভাবে কাজ করে আসছে এবং এর পরিপ্রেক্ষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তির যে সক্ষমতা আমাদের তৈরি হয়েছে, সেটি ব্যবহার করে করোনাভাইরাস প্রতিরোধের এই সল্যুশনগুলি আমরা স্বল্প সময়ে তৈরি করতে পেরেছি।’

অন্যান্য

Continue Reading

Uncategorized

মির্জাপুরে নারীসহ আরও দুইজনের করোনা পজিটিভ

Published

on

মির্জাপুরে নারীসহ আরও

টাঙ্গাইলের মির্জাপুরে এক নারীসহ আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন, উপজেলার ভাওড়া ইউনিয়নের কামাড়পাড়া গ্রামের ৫৫ বছরের এক নারী ও জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রামের ৩০ বছরের এক যুবক।

আক্রান্ত ওই নারী ঢাকায় বোনের বাসায় এবং যুবক ঢাকায় জুয়েলারি দোকানে থাকতেন। ২৬ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা ৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। এরমধ্যে তাদের ওই দুইজনের করোনা পজিটিভ ও চারজনের নেগেটিভ আসে বলে স্বাস্থ্যকর্মী এজাজুল হক হাসান রাত সাড়ে এগারোটায় জানিয়েছেন।

এর আগে ৭ এপ্রিল নারায়ণগঞ্জের পলি ক্লিনিকের সিনিয়র ওটি বয় অখিল চন্দ্র সরকারের করোনা পজিটিভ হলে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়ে ২৪ এপ্রিল বাড়ি আসেন।

এ পর্যন্ত মির্জাপুরে বিভিন্ন এলাকা থেকে স্বাস্থ্যকর্মীরা ১৫২ জনের নমুনা সংগ্রহ করেন। এরমধ্যে ১৪৯ জনের করোনা নেগেটিভ ও ৩ জনের পজিটিভ আসে।

উপজেলা প্রশাসন রাতেই তাদের ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো এবং আশপাশের অর্ধশত বাড়ি লকডাউনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

অন্যান্য

Continue Reading

Uncategorized

করোনা আক্রান্তের ১১ ভাগ স্বাস্থ্যকর্মী, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা

Published

on

চিকিৎসক-নার্সসহ ৬৬০ জন স্বাস্থ্যকর্মী মরণব্যাধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা দেশের মোট আক্রান্তের ১১ ভাগ। আজ সোমবার (২৭ এপ্রিল) চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

Dental Times

সংগঠনটির মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৈশ্বিক করোনা মহামারীতে বাংলাদেশও গভীর সংকটের সম্মুখীন। আজ সোমবার পর্যন্ত দেশের করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৯১৩ জন এবং মারা গেছেন ১৫২ জন। 

এতে আরও বলা হয়েছে, করোনা যুদ্ধের সম্মুখ সারির যোদ্ধা চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টসহ সেবাদানকারীগণ আশঙ্কাজনকভাবে করোনায় আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত ২৯৫ জন চিকিৎসক, ১১৬ জন নার্স ও ২৪৯ জন অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসা পেশায় নিয়োজিত মোট আক্রান্তের সংখ্যা ৬৬০, যা দেশের মোট আক্রান্তের ১১ ভাগ। 

চিকিৎসক ও চিকিৎসা সেবাদানকারী ব্যক্তিগণ এই হারে আক্রান্ত হতে থাকলে আগামীতে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। 

তাই বর্তমান প্রেক্ষাপটে সরকারের প্রতি নিম্নলিখিত প্রস্তাবনাসমূহ দ্রুত বাস্তবায়নের দাবি জানায় বিএমএ। এগুলো হলো:

১. দ্রুততম সময়ের মধ্যে কোভিড হাসপাতালে নিয়োজিত চিকিৎসক, নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীর জন্য সঠিক মানের পিপিই, এন-৯৫ বা এর সমমানের মাস্ক প্রদান করা জরুরি। 
২. নন-কোভিড হাসপাতালের প্রবেশদ্বারে ট্রায়াজ সিস্টেম চালু করে সেখানে কর্মরত সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত পিপিই, এন-৯৫ বা সমমানের মাস্ক প্রদান নিশ্চিত করা সময়ের দাবি। 
৩. সকল সরকারি বেসরকারি হাসপাতালের কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আবাসন, প্রয়োজনীয় খাদ্য সরবরাহ ও হাসপাতালে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

Continue Reading

Uncategorized

করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড়শ’ ছাড়াল, আক্রান্ত আরও ৪৯৭

Published

on

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

দেশে মহামাহারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৫২ জনের মৃত্যু হলো। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৯৭ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে পাঁচ হাজার ৯১৩।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় চার হাজার ১৯২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে তিন হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৪০১টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৪৯৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯১৩ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও সাতজন, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫২ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও নয়জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৩১ জন।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি অনেকটাই সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে দুই লাখ সাত হাজার। তবে পৌনে নয় লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। নিয়েছে আরও নানা পদক্ষেপ। এসব পদক্ষেপের মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায়, বিশেষত ঘরে রাখা। কিন্তু সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশের টহল জোরদার করেও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না বিধায় করোনাভাইরাসের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

দেশে করোনা পরিস্থিতির সর্বশেষ আপডেট (27.04.2020)

Continue Reading
Dental Times
Tooth Fairy5 hours ago

টুথ ফেইরি ফাউন্ডেশনের ৩য় আন্তর্জাতিক সম্মেলনের পোস্টার উন্মোচন

Dental Times
পড়ালেখা3 weeks ago

বিএসএমএমইউর রেসিডেন্সি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Dental Times
BSMMU3 weeks ago

৬২৬ জন আবেদন করেছেন এমডি ও এমএস পরীক্ষায়

Dental Times
জাতীয়3 weeks ago

ওবায়দুল কাদের অসুস্থ হয়ে হাসপাতালে

Dental Times
অর্জন3 weeks ago

চিকিৎসক পদক ২০২১ পেলেন অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা

Dental Times
জাতীয়3 weeks ago

‘আপনাদের জুরিসডিকশনের বাইরে কিছু করলে আমরা ততক্ষনাৎ একশনে যাবো’

Dental Times
জাতীয়4 weeks ago

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকের পরকীয়া তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

Dental Times
বিএমডিসি4 weeks ago

মামলা নিষ্পত্তির আগে ডেন্টাল ডিপ্লোমাদের রেজিস্ট্রেশন সম্ভব নয় – বিএমডিসি

Dental Times
জীবন ও কর্ম4 weeks ago

সমাজকল্যাণের অগ্রযাত্রায় ফিমেল ডেন্টাল সার্জন অব বাংলাদেশ

Dental Times
জাতীয়1 month ago

‘ওমিক্রন’ কেন বিপজ্জনক? এর উপসর্গ কী কী?

Dental Times
করোনা পরিস্থিতি1 month ago

ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ দফা নির্দেশনা

Dental Times
জাতীয়1 month ago

সরকারি ডেন্টালে ৪৭ আসন ফাঁকা

Dental Times
আন্তর্জাতিক1 month ago

মিয়ানমারে ১৪ চিকিৎসাকর্মী গ্রেপ্তার

Dental Times
ছবি ও গল্প1 month ago

অভিনেত্রী ডাঃ বাঁধনকে নিয়ে ‘রেহানা মরিয়ম নূর’ দেখলেন ডেন্টাল সার্জনবৃন্দ

Dental Times
শিক্ষাঙ্গন1 month ago

সিআইএমসিতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালন

Dental Times
জাতীয়1 month ago

আপিল নিষ্পত্তির আগে ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাকটিসের অনুমতি না দেওয়ার অনুরোধ

Dental Times
ফিচার2 months ago

ন্যানো ডেন্টিস্ট্রি

Dental Times
জাতীয়2 months ago

ভয়াবহ শিক্ষক সংকটে শেবামেক ডেন্টাল ইউনিট: ৩৮ পদে কর্মরত ৬

Dental Times
করোনা পরিস্থিতি2 months ago

মলনুপিরাভিরঃ কোভিডের ১ম মুখে খাওয়ার ঔষধ এখন বাংলাদেশে

চট্টগ্রামে পুর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপনের জন্য জমি পরিদর্শন
জাতীয়2 months ago

চট্টগ্রামে পুর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপনের জন্য জমি পরিদর্শন

Advertisement

সম-সাময়িক

Subscribe for notification