দিবস
দাতেঁর ক্ষয় মুক্ত আগামী দিনের প্রত্যাশায় বিশ্ব দাঁতের ক্ষয় মুক্ত ভবিষ্যত দিবস পালিত
ডেন্টিস্ট ডে
রংপুর ডেন্টাল কলেজে ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে এর আয়োজন
প্রতিবারের মতো এবারো উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রংপুর ডেন্টাল কলেজে পালিত হলো ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে। আয়োজনটি প্রানবন্ত হয়ে উঠে শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা কর্মচারীদের পদচারনায়।
নিজেদের পেশার স্বকীয়তা ও সম্মানবোধ থেকে ৬ মার্চ, ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে পালন করা হয় সারা বিশ্বে। দুইটি পর্বে ভাগ করে দিনব্যাপী পালিত হয় এবারের আয়োজন। ১ম পর্বে কেক কাটা, র্যালি এবং শেষে স্নাক্সের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান সূচি।
এর আগে সকালে সকলের মাঝে টিশার্ট ও ক্যাপ বিতরণ করা হয়। কেক কেটে অনুষ্ঠান এর সুচনা করেন রংপুর ডেন্টাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. হাফিজুল ইসলাম। এরপর ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে শিরোনামে বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। ২য় পর্বে, হোটেল রায়ান্সে আলোচনা সভা ও নৈশ্যভোজ এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সকলে মিলে নিজেদের পেশার প্রতি সম্মান জানানোর পাশাপাশি, ডেন্টাল শিক্ষার গৌরবময় ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করেন।
ডেন্টিস্ট ডে
এসএসএমসি ডেন্টাল ইউনিটে ‘ডেন্টিস্ট ডে’ পালন
প্রতি বছরের ন্যায় এবারো ৬ই মার্চ ” World Dentist Day ” উপলক্ষে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এক বর্নাঢ্য র্যালি ও র্যালি পরবর্তী কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে অধ্যক্ষ ডাঃ নুরুল হুদা লেলিন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিটফোর্ড হাসপাতালের পরিচালক ডাঃ ব্রিগ্রেডিয়ার জেনঃ রশিদ-উন-নবী , ওরাল হেলথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আশিষ কুমার বণিক এবং কলেজটির উপাধ্যক্ষ ডাঃ জি এম আকাইদ এসএসএমসি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কলেজটির ডেন্টাল ইউনিট প্রধান ডাঃ আমিনুল ইসলাম পান্না।
এছাড়াও উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডাঃ মজনু মিয়া ও সাধারন সম্পাদক ডাঃ মাইদুল ইসলাম নাঈম। উল্লেখ্য যে প্রতিবছরই বাংলাদেশের মধ্যে সবচেয়ে উৎসবমুখর পরিবেশে ডেন্টিস্ট ডে পালন করা হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে, এবার ইউনিটের দশম বর্ষে এসেও তার ব্যাতিক্রম হয় নি।
এবারের আলোচনার বিষয় ছিল “Scopes of Dentistry vs Tin Anniversary of SSMC Dental Unit” আলোচনা সভার বিষয় নিয়ে সবার মাঝে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ আশিষ কুমার বণিক এবং সর্বশেষে অনুষ্ঠানের সভাপতি ডাঃ আমিনুল ইসলাম পান্না’র বক্তব্য দিয়ে আয়োজন সমাপ্ত হয়।
এরপর অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ র্যাফেল ড্র। র্যাফেল ড্রে এর বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ। শিক্ষকমন্ডলী,ইন্টার্ন ডাক্তার, বিডিএস এবং এমবিবিএস এর নানান বর্ষের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানটি সফল ও সার্থক হয়।
ডেন্টিস্ট ডে
চট্রগ্রাম ডেন্টাল সোসাইটি’র ‘ডেন্টিস্ট ডে -২১’ উদযাপন
ডেন্টিস্ট ডে ২০২১ উদযাপন উপলক্ষে চট্রগ্রাম ডেন্টাল সোসাইটি সারাদিনব্যাপি ডেন্টিস্ট ফ্যামিলি ডে উদযাপন করে চট্রগ্রামের ফয়েজলেকে। এতে ডেন্টাল সোসাইটি এর সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আবুল কাসেম , মহাসচিব অধ্যাপক ডাঃ হুমায়ুন কবীর বুলবুল চট্রগ্রামের ডেন্টাল সার্জনবৃন্দ উপস্থিত ছিলেন।
কোয়াক সমস্যা সমাধান এবং বেসিক সাবজেক্ট এর ট্রেনিং শুরু করতে নেতৃত্ববৃন্দদের দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন চট্রগ্রামের ডেন্টাল সোসাসাইটি থেকে।
এই আয়োজনে অংশ নেয় ৩০০ চিকিৎসক পরিবার ও শিক্ষার্থীরা।
এছাড়াও আজ সচেতনতামূলক র্যালী সম্পন্ন হলো আজ চট্রগ্রামে। সকাল ১০ টায় চট্রগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এবং ১১ টায় চট্রগ্রাম ইন্ট্যারন্যাশনাল ডেন্টাল কলেজে সচেতনামূলক র্যালী অনুষ্ঠিত হয়৷
দিবস
সরকারি হাসপাতালে রিউমাটোলজি চিকিৎসক না থাকায় বাতের রোগীরা বিদেশে যায়
-
জাতীয়2 months ago
মাটিরাঙ্গায় ২ ডেন্টাল ক্লিনিক সিলগালা ; দেড় লাখ টাকা জরিমানা
-
সংগঠন2 months ago
বিশেষ চাহিদা সম্পন্ন রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশন
-
জাতীয়2 months ago
খাগড়াছড়িতে ২ ভুয়া দন্ত চিকিৎসককে অর্থদণ্ড ও কারাদণ্ড
-
জাতীয়2 months ago
মির্জাপুরে ৩ টি ডেন্টাল চেম্বার সহ ১১ প্রতিষ্ঠান সিলগালা