গত ৩ জানুয়ারি হতে ৭ জানুয়ারি পর্যন্ত ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল ‘ওএমএস বিভাগে’ অনুষ্ঠিত হয়েছে ওরাল এন্ড ম্যাক্সিলোফ্যাসিয়াল হেন্ডস অন প্রোগ্রাম ২০২১। প্রতিদিন ১২-১৪ ঘন্টার হ্যান্ডস অন প্রোগ্রামটি ছিলো মাথা ও গলার ক্যান্সারজনিত রোগ নিয়ে। যার আলোচ্য বিষয় ছিলো ‘হ্যাড আন্ড নেক ক্যান্সার: অবল্যাটিভ আন্ড রিকন্সট্রাকটিভ সার্জারি।
ঢাকা ডেন্টাল কলেজের পোস্টগ্রাজুয়েট ট্রেনিং ছাত্রছাত্রী সহ অন্যান্য আরো ৪টি ডেন্টাল কলেজের পোস্টগ্রাজুয়েট ট্রেনিং ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন। প্রগ্রামটি পরিচালিত হয় ফরেইন ট্রেনিং ইউং, এ.মই এন্ড এইচ.এম.ই, ডি.জি.এম, ঢাকা,বাংলাদেশের পক্ষ থেকে। ওএমএস হ্যান্ডস অন প্রোগ্রামটিতে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল হাসপাতালের পরিচালক ডাঃ জাহিদুর রাহমান , প্রধান অতিথি হিসেবে ছিলেন ডিরেক্টর জেনারেল অব মেডিকেল এডুকেশন এর অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিজিএইচএস এর পরিচালক অধ্যাপক ডাঃ আব্দুল কালাম বেপারী , ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশে ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডাঃ হুমাইয়ুন কবির বুলবুল, ডিরেক্টর ডেন্টাল এডুকেশন ডাঃ মো.মোসাররেল হোসেন খন্দকার
এছাড়া আরো উপস্থিত ছিলেন কলেজটির ওএমএস বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ ইসমত আরা হালদার , ডা.নাদির উদ্দিন মিঠু (প্রোগ্রাম ম্যানেজার, ফরেইন ট্রিনিং উইং, মেডিকেল এডুকেশন), ডাঃ মোস্তাফা কামাল পাশা (ডিপুটি ম্যানেজার,ফরেইন ট্রেনিং উইং, মেডিকেল এডুকেশন) । রিসোর্স পার্সোন হিসেবে ছিলেন অধ্যাপক ডাঃ রুহুল আমিন ও অধ্যাপক ডাঃ ইসমত আরা হালদার, ডাঃ তারিন রহমান ও ডা.মো.হারুন-আলা-রাসিদ ।
ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি তে ছিলেন ভারতের ওরাল এন্ড ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জন ডাঃ সতিস কুমার পি , প্লাস্টিক সার্জন ডাঃ কিরন জ্যা । ফোকাল পার্সন ছিলেন : ডা.মোর্সেদ আলম তালুকদার। পুরো আয়োজনটি কো-অরডিনেট করেছেন ঢাকা ডেন্টাল কলেজের প্যারিওডন্টোলজি এন্ড ওরাল প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ অনুপম পোদ্দার ।
গত ১০-১৪ জানুয়ারি, পেরিওডোন্টোলজি ও ওরাল প্যাথোলোজি এর উপর ৫ দিনের হ্যান্ডস অন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে ঢাকা ডেন্টাল কলেজ হসপিটালে।
ট্রেনিংটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন হেলথ এডুকেশন এন্ড ফ্যামিলি ও ওয়েলফেয়ার ডিভিশন এর সচিব মোঃ আলি নূর, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাইরেক্টরেট জেনারেল অফ মেডিকেল এডুকেশন এর পরিচালক অধ্যাপক ডাঃ এএইচএম এনায়েত হোসেন, অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম । এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ আবুল কালাম জর্দার, অধ্যাপক ডাঃ জালাল উদ্দিন মাহমুদ, অধ্যাপক ডাঃ সালাহউদ্দিন আহমেদ, ডাঃ মো. মোখলেসুর রহমান ।
এই “হ্যান্ডস অন ট্রেনিং” প্রোগ্রামে ৪টিরও বেশি কলেজের পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আয়োজনটি চলে। প্রথম দিনের উল্লেখিত বিষয় ছিলো, সায়েন্টিফিক সেশন, হ্যান্ডস অন জিনজাইভেক্টমি অর ক্রাউন লেন্দিনিং, ভেস্টিবুলোপ্লাস্টি রুট কভারেজ, ইনাগুরেশন এন্ড সায়েন্টিফিক সেশন। এর বক্তা হিসেবে ছিলেন অধ্যাপক ডাঃ অনির্বান চ্যাটার্জি ও ডাঃ এ. ভি. অরুন। দ্বিতীয় দিন, তৃতীয় দিনে এবং চতুর্থ দিনের উল্লেখিত বিষয় ছিলো যথাক্রমে- “সায়েন্টিফিক সেশন, গাম রিসেশন, ফ্ল্যাপ সার্জারি, রিজ অগমেনশন”,“ ফ্ল্যাপ সার্জারি, রুট কভারেজ, ডেন্টাল ইমপ্লান্ট”, “ফিক্সেশন, ক্রাউন লেন্দিনিং, জিনজাইভেক্টমি”। এছাড়া পঞ্চম দিনের বিষয় ছিলো “সায়েন্টিফিক সেশন, ফালকারশন ট্রিটমেন্ট, লিপ রিপোজিং, ডেন্টাল ইমপ্লান্ট”
এই হ্যান্ডস অন ট্রেনিং প্রোগ্রামটির কো-অরডানেটর ছিলেন ঢাকা ডেন্টাল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ হুমাইয়ুন কবির বুলবুল , ফোকাল পারসন হিসেবে ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের প্যারিওডন্টোলজি ও ওরাল প্যাথলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ অনুপম পোদ্দার। ফরেন ট্রেনিং উইং,এমই-এইচএমডি,ডিজিএমই এই কোর্সটি আয়োজন করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে।
বৃহস্পতিবার দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা মেডিকেলের পুরাতনের ভবনের ৪র্থ তলায় দুপুর পৌনে ২টায় এ আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের ধোঁয়া থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
দুপুর সোয়া ২টার দিকে শাহবাগ থানা ওসি মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে জরুরি বিভাগের চতুর্থ তলায় আগুন লাগে। সেখানে দুটি ব্লকের প্রতিটিতে ১৮ জন করে রোগী ছিলেন। আগুন লাগার পর তাদের সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে কি না তা জানা যায়নি। ঘটনার পর হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে বলে তারা জানান।
CME PROGRAM-2020, about “Predictable Implant Surgery: Standard of Care in Dentistry For Replacing Missing Tooth” was organized by Sir Salimullah Medical College Dental Unit on 30-12-2020 on online platform via zoom App.
On this the Speaker was Dr. Syed Atiqur Rahman, Chairperson was principal of Sir Salimullah Medical College Md. Nurul Hooda Lanin , Co-Chairperson was Head of SSMC Dental unit Dr. Md. Aminul Islam & many respectable teachers of Sir Salimullah Medical College & final year students were also present.
On this wonderful program Dr. Syed Atiqur Rahman had performed his presentation on Implant Surgery excellently. He was praised cordially by many respectable ones on this program.
দেশের প্রথম বেসরকারি ডেন্টাল কলেজ পাইওনিয়ার ডেন্টাল কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এ্যালামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ্যালামনাই এ্যাসোসিয়েশন এর গঠন প্রক্রিয়া, খসড়া গঠনতন্ত্র এবং নীতিমালা নিয়ে আলোচনার জন্য আগামী ৮ই জানুয়ারি ২০২১ শুক্রবার দুপুর ১ ঘটিকায় রাজধানী ঢাকার বাংলামোটরে অবস্থিত “ওয়াটার ফল রেস্টুরেন্ট”এ একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছে।
আজ ৬ই ডিসেম্বর ২০২০ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক ডাঃ গাজী জাসেদ আহমেদ এ কথা জানান এবং সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীকে উক্ত সভায় উপস্থিত থাকার বিশেষ অনুরোধ জানান।
উল্লেখ্য, গত ১ বছর ধরে চলা কার্যক্রমে প্রতিটি ব্যাচ থেকে ব্যাচ প্রতিনিধিদের সমন্বয়ে ১০৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করা হয় । উক্ত আহ্বায়ক কমিটিতে সর্বসম্মতিক্রমে ডাঃ গাজী জাসেদ আহমেদকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।
আজ বাংলাদেশের সর্বপ্রথম, সর্বাধুনিক ও একমাত্র সরকারী ডেন্টাল কলেজ “ঢাকা ডেন্টাল কলেজ”র ৫৯ তম জন্মদিন। দক্ষিণপূর্ব এশিয়ার সর্ববৃহৎ এই ডেন্টাল কলেজটি ১৯৬১ সালে ঢাকা ডেন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়। এই দিনটিকে “ডিডিসি-ডে” হিসেবে পালন করে আসছে কলেজের শিক্ষার্থীরা।
১৯৬১ সালের ১৫ সেপ্টেম্বরে পূর্ব পাকিস্তানের প্রথম ডেন্টাল কলেজ হিসেবে ঢাকা ডেন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়। এটি প্রথমে ঢাকা মেডিকেল কলেজ এর ডেন্টাল ইউনিট হিসেবে যাত্রা শুরু করে। মাত্র ৬ জন শিক্ষার্থী নিয়ে ঢাকা মেডিকেলের বহির্বিভাগের পাশে ছোট একটি কক্ষ নিয়ে ঐতিহ্যবাহী কলেজটি এর যাত্রা শুরু করে। বর্তমানে রাজধানীর মিরপুর-১৪ এ ৮ একর জমির উপর প্রতিষ্ঠিত নিজস্ব ক্যাম্পাস রয়েছে।
ডি-০১ থেকে যাত্রা শুরু করা কলেজটির বর্তমানে নবীনতম ব্যাচ ডি-৫৭। প্রতিবছর ৯৭ জন ভর্তি পরীক্ষার মাধ্যমে বিডিএস কোর্সে এই কলেজ এ ভর্তির সুযোগ পায়। এছাড়া প্রতিবছর ২৫ জন বিদেশি শিক্ষার্থীও অধ্যয়নের সুযোগ পায়। এখানে উচ্চতর শিক্ষার জন্য এফসিপিএস এবং রেসিডেন্সি কোর্স চালু রয়েছে।
বর্তমানে মোট অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৬০০ জনের জন্য রয়েছেন ১৫৬ জন শিক্ষক। এছাড়া, অন্যান্য কর্মচারীর সংখ্যা ৭৯ জন। বর্তমানে কলেজটির অধ্যক্ষ হিসেবে দ্বায়িত্ব পালন করছেন অধ্যাপক ডাঃ হুমায়ুন কবির বুলবুল।
অত্যাধুনিক ৬ তলা একটি ভবন নিয়ে একাডেমিক ভবনটি গঠিত । এতে রয়েছে দুটি লেকচার গ্যলারি ও একটি অডিটোরিয়াম। একাডেমিক ভবনটিতে রয়েছে সর্বমোট ৭ টি বিভাগ। বিভাগগুলো হলো –
Department of Physiology with Biochemistry
Department of Anatomy with Histology
Department of Science of Dental Materials
Department of Oral Anatomy
Department of General & Dental Pharmacology
Department of Pathology & Microbiology
Department of Dental Public Health
প্রত্যেক বিভাগের একটি করে শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া ক্লাসরুম ও সমৃদ্ধ ল্যাবরেটরি রয়েছে। ভবনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত এক বিশাল লাইব্রেরি রয়েছে। এছাড়াও ভবনটিতে একটি ক্যানটিন, ২ টি ক্লাব ও ৩ টি কমন রুম বিদ্যমান।
কলেজে ৪ তলা বিশিষ্ট একটি সুসজ্জিত প্রশাসনিক ভবন রয়েছে।
এছাড়া, কলেজ ক্যাম্পাসের মধ্যে একটি ছাত্রাবাস ও দুইটি ছাত্রীনিবাস রয়েছে। এবং ধানমন্ডির সোবহানবাগে একটি ছাত্রাবাস রয়েছে।
কোর্স সমূহ:
Graduation program :
★ Bachelors of Dental Surgery (BDS)
1st Professional BDS : 1. Anatomy with Histology 2. Physiology with Biochemistry 3. Oral Anatomy 4. Science of Dental
2nd Professional BDS : 1. General Pathology & Microbiology 2. General & Dental Pharmacology
3rd Professional BDS : 1. Medicine 2. General Surgery 3. Periodontology & Oral Pathology
4th Professional BDS : 1. Oral & Maxillofacial Surgery 2. Conservative Dentistry & Endodontics 3. Prosthodontics 4. Orthodontics & Dentofacial Orthopedics 5. Pedodontics & Dental Public Health
Post-graduation program :
★ Master of Surgery (MS)
Oral & Maxillofacial Surgery (OMS)
Orthodontics & Dontofacial Orthopedics
★ Fellowship of the College of physicians and surgeons (FCPS)
Orthodontics & Dontofacial orthopedics
Oral & maxillofacial Surgery (OMS)
Prosthodontics.
★ Post-Graduation Training (PGT)
Orthodontics & Dontofacial Orthopedics
Oral & Maxillofacial Surgery (OMS)
Conservative Dentistry
Pediatric Dentistry
Prosthodontics
হাসপাতাল: হাসপাতালটি ২০০ শয্যাবিশিষ্ট ৭ তলা একটি ভবন।হাসপাতালে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করেন ১২২ জন চিকিৎসক। ৬৫ জন নার্স ও ১৪৪ জন স্টাফ রয়েছে হাসপাতালটিতে।বহির্বিভাগে প্রতিদিন ৪০০ রোগীকে সেবা প্রদান করা হয়। X-ray, MRI, CT Scan সহ বিভিন্ন ইমেজিং ও প্যাথলজি পরীক্ষার ব্যাবস্থা রয়েছে। রয়েছে অত্যাধুনিক ICU সুবিধা। বিশেষায়িত ডেন্টাল কলেজ ও হসপিটাল হলেও এখানে রয়েছে মেডিসিন ও জেনারেল সার্জারী বিভাগ। রয়েছে অপারেশন সুবিধা। হসপিটাল এ সার্বক্ষণিক জরুরি বিভাগ চালু থাকে।
এছাড়াও ক্যাম্পাসের ভেতরে স্টাফ কলোনি, টিচার্স কলোনি, একটি মসজিদ এবং ভাষা শহীদদের স্মরণ ও সম্মান জানানোর জন্য একটি শহীদ মিনার রয়েছে। কলেজের শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রসংসদ’।
Dhaka Dental College Debating & Quize Society নামক একটি ক্লাব রয়েছে। যা প্রতিষ্ঠা কাল হতে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় গৌরবের স্বাক্ষর রেখে আসছে। এছাড়া, ২০১৬ সাল থেকে ডেন্টাল টাইমস কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে কলেজটিতে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।