আজ শুক্রবার দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষের বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এ বছর সরকারি-বেসরকারি ৩৫টি ডেন্টাল কলেজ ও ইউনিটে আসন ১ হাজার ৯৫০টি ও পরীক্ষার্থী ৬৫ হাজার ৯০৭ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৯ জন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে। এখানে আসন ৫৪৫টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ১২১ জন। অন্যদিকে বেসরকারি আসন ১ হাজার ৪০৫টি এবং এখানে প্রতি আসনের জন্য লড়ছেন ৪৭ জন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একেএম আহসান হাবীব স্বাক্ষরিত বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য পাওয়া গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ১১টি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজসহ পরীক্ষা কেন্দ্র ১২টি। পরীক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজার ৯০৭ জন। ভেন্যুর সংখ্যা ২৬ ও হলের সংখ্যা ৯২৯টি। ঢাকায় পরীক্ষার্থী ৩১ হাজার ৩৫ জন ও পরীক্ষার ভেন্যুর সংখ্যা ৯টি।
এ বছর একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, অর্থাৎ নয়টি সরকারি কলেজ ও ইউনিটে এবং বেসরকারি ১২টি ডেন্টাল কলেজ ও ১৪টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে, অর্থাৎ ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আজ দেশব্যাপী ১১টি মেডিকেল কলেজ ও ১টি ডেন্টাল কলেজের ২৬টি ভেন্যুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর হতে ২০০ নম্বরসহ মোট ৩০০ নম্বরের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। পরীক্ষার্থীদের মধ্যে মুক্তিযোদ্ধা, উপজাতি ও অ-উপজাতিদের জন্য নির্ধারিত আসন বাদে অবশিষ্ট আসনে ৮০ শতাংশ জাতীয় মেধায় ও ২০ শতাংশ জেলা কোটায় ভর্তি হতে পারবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, মোট আসনের মধ্যে মেধা কোটায় ৪২৪, জেলা কোটায় ১০৬, মুক্তিযোদ্ধা কোটায় ১০ ও উপজাতীয় কোটায় ৫ জন ভর্তির সুযোগ পাবেন। এছাড়া ১২টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ১৪টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ১ হাজার ৪০৫টি আসনের জন্য মেধাভিত্তিকভাবে শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।