বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত ২৭ জুনিয়র কনসালটেন্টকে (ডেন্টিস্ট্রি) বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৩ অধিশাখার উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের বর্ণিত কর্মকর্তাগণকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।
জুনিয়র কনসালটেন্ট পদমর্যাদার এসব ডেন্টাল চিকিৎসকদের একই পদে দেশের বিভিন্ন হাসপাতালে পদায়ন করা হয়েছে।
এতে আরও বলা হয়, আগামী ১৯ জানুয়ারির মধ্যে বদলি হওয়া কর্মকর্তাদের পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২০ জানুয়ারি পূর্বাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহন করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর দায়িত্বপ্রাপ্ত বিভাগ বা কর্মস্থলে মুভ ইন হবেন।
এছাড়া লিয়েন, প্রেষণ ও শিক্ষা ছুটি ভোগরত চিকিৎসকগণ ছুটি শেষে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। একইসঙ্গে মাতৃত্বকালীন ছুটি ভোগরত চিকিৎসকগণ ছুটি শেষে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে যথাযথ কর্তৃপক্ষের আদেশে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন ও এমআইএস), অধ্যক্ষ, পরিচালক, লাইন ডাইরেক্টর, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।