মোবাশ্বেরা জাহান সাদিয়া, কলেজ প্রতিনিধি: গত ২০ অক্টোবর ডেন্টাল টাইমস মেন্ডি ডেন্টাল কলেজের আয়োজনে Medical Emergency in Dental Practice শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়৷ একই অনুষ্ঠানের মাধ্যমে ডেন্টাল টাইমস মেন্ডি ডেন্টাল কলেজ ইউনিটের যাত্রা শুরু হয়।
সেমিনারে বক্তা হিসেবে ছিলেন মেন্ডি ডেন্টাল কলেজের পেরিওডন্টোলজী ও ওরাল প্যাথোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ ফুয়াদ আল হাসানাত এবং একই কলেজের ওরাল ও ম্যাক্সিলোফেসিলাল সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মুহাম্মাদ মিজানুর রহমান। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কলেজটির উপাধ্যক্ষ ডাঃ রওনক আরা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডেন্টাল টাইমসের সভাপতি ডাঃ রাশেদ নিজাম।
এছাড়া আয়োজনে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ আরাফাত মোর্শেদ সিফাত, সাংগঠনিক সম্পাদক ডাঃ শাহ ইমরান শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবরার বিন কিবরিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক ডাঃ তানজিমুল ইসলাম।
ডেন্টাল টাইমস মেন্ডি ডেন্টাল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসানের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে আয়োজনটি শুরু হয়। পরবর্তিতে আয়োজনের মূল আর্কষণ সেমিনার পর্ব শুরু হয়। মেন্ডি ডেন্টাল কলেজের শিক্ষক-শিক্ষিকা, ইন্টার্ন ডাঃ এবং শিক্ষার্থীদের সরব উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ রওনক আরা চৌধুরী ডেন্টাল টাইমসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে ডেন্টাল টাইমসকে আরো ভালো অবস্থানে দেখবেন এমনটাই প্রত্যাশা করেন। বিশেষ অতিথি ডাঃ রাশেদ নিজাম তার বক্তব্যে ডেন্টাল টাইমস এর কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি উপকারিতা তুলে ধরেন৷ পাশাপাশি ডেন্টাল টাইমস মেন্ডি ডেন্টাল কলেজ কমিটির সাফল্য কামনা করেছেন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন৷
আয়োজনের দ্বিতীয় পর্বে এটি ডেন্টাল টাইমস মেন্ডি ডেন্টাল কলেজ কমিটির পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়৷ স্লাইড শো’র মাধ্যমে ডেন্টাল টাইমস মেন্ডি ডেন্টাল কলেজ কমিটি ২০১৯-২০ এর সকল সদস্যকে পরিচয় করিয়ে দেয় উক্ত কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক সিদরা ইকবাল। সম্মানিত অতিথিদের ক্রেস্ট বিতরণ এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাপনী বক্তব্যে কলেজ কমিটির সভাপতি আবদুল্লাহ আফফান সকলকে নিয়ে একসাথে কাজ করার কথা বলেন এবং পরবতি কর্মকান্ড নিয়ে কথা বলেন। এছাড়া অনুষ্ঠানে একটি ভয়েস বার্তায় মেন্ডি ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডাঃ সালাহ উদ্দিন আল আজাদ সকলকে শুভেচ্ছা ও শুভ কামনা জানান।