আজ ১৭ ই ডিসেম্বর এম.এস ও এমডি প্রোগ্রাম ফেজ-১ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় শুরু হয়ে ১১ টা ৩০ পর্যন্ত সর্বমোট ১ঘন্টা ৩০ মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ১ম বারের মত এম এস ও এমডি একসাথে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুয়েটে কেন্দ্রে এবছর এম.এস ও এম.ডি পরীক্ষায় আবেদন করেছেন ৬২৬ জন।
স্বাভাবিকভাবে এমএস পরীক্ষা হয় ২০০ মার্কের। করোনার কারনে গত বছর এবং এ বছর ১০০ মার্কের পরীক্ষা নেয়া হয়। ৯০ মিনিটে ১০০ প্রশ্নের জন্যে প্রত্যেক পরীক্ষার্থী প্রশ্নপ্রতি ৫৪ সেকেন্ড সময় পেয়েছেন। এমএস এ ৪৬টি এবং এমডি পরীক্ষায় ২০টি সিট মিলে সর্বমোট ৬৬ টি সিটের বিপরীতে পরীক্ষা হয়েছে।
৬৬ টি সিট পূরণের ক্ষেত্রে ৩ টি ক্যাটাগরীতে প্রার্থীরা আবেদন করে থাকেন। সরকারী চাকুরীজীবী, বেসরকারী আবেদনকারী এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার আবেদনকরীগণ আবেদন করে থাকেন।
সরকারী চাকুরীজীবী ও BSMMU এর মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে নিয়মানুযায়ী ৬০ শতাংশ নাম্বার পেতে হয়। নাহলে সেক্ষেত্রে প্রার্থীকে অকৃতকার্য ধরা হয় এবং সেই সিটটি বেসরকারী ক্যাটাগরী থেকে পূরণ করা হয়।
ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল প্যাথলজী তে ৪ টি, পেরিওডন্টোলজি তে ৪ টি, ওরাল এনাটমী তে ৪ টি, ডেন্টাল ফার্মাকোলজি তে ৪ টি, সাইন্স অব ডেন্টাল ম্যাটেরিয়ালস এ ৪ টি সহ সবমিলিয়ে ২০ টি সিটের বিপরীতে পরীক্ষা হয়েছে৷
প্রতিযোগীতার ক্ষেত্রে এম.এস পরীক্ষায় প্রার্থীরা পছন্দের তালিকায় ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী পাশাপাশি অর্থোডন্টিক্সকেও এগিয়ে রাখেন।
এমডি তে ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল প্যাথোলজী এবং পেরিওডন্টোলজী বিষয়ে প্রার্থীরা বেশি পছন্দ দিয়েছেন। বাকি বিষয়গুলোতে প্রার্থীদের পছন্দের আগ্রহের ঘাটতি দেখা গিয়েছে।
এমডি কোর্স এ চান্স প্রাপ্ত ও ভবিষ্যতে পাসকৃত ১ম ব্যাচের সকলের জন্যেই চাকরীসহ অন্যান্য স্থানে অগ্রাধিকারমূলক সুযোগ সুবিধা অপেক্ষা করছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অভিমত দিয়েছেন।
অনেকেই মনে করছেন আগামী ৩/৪ বছর ব্যাপী এমএস এফসিপিএস এর তুলনায় প্রার্থীদের পছন্দের তালিকায় এমডি কোর্সটি অনেকাংশেই এগিয়ে থাকবে।
ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল প্যাথলজী বিষয়ে এমডি কোর্সের মাধ্যমে হিস্টোপ্যাথলজি ল্যাবসমূহে ডেন্টাল সার্জনদের সুযোগ বৃদ্ধি পাবে বহুলাংশে এমনটি ই জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।
ডিডিএস ২ বছর, এম এস ৫ বছর এবং এমডি ৩ বছরের হওয়ায় সময় ব্যবধানকেই অনেক প্রার্থী গুরুত্ব সহকারে বিবেচনা করছেন।