Connect with us

Uncategorized

ICOI বাংলাদেশের এমব্যাসেডর ডাঃ এ আল মামুন খান

DENTALTIMESBD.com

Published

on

ICOI(International Congress of Oral Implantologists) সংগঠনটির বাংলাদেশের এমব্যাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন ডাঃ আবদুল্লাহ আল মামুন খান।

DentalTimes

তিনি বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহন করেন।  খুলনার সেন্ট জোসেফ স্কুলে মাধ্যমিক পড়াশোনা করেছেন।  উচ্চ মাধ্যমিক পড়াশুনা করেন খুলনার সরকারী ব্রজলাল কলেজ থেকে।  ১৯৯৬ সালে ভর্তি হন রাজধানীর সিটি ডেন্টাল কলেজ এ। ২০০২ সালে বিডিএস ডিগ্রী অর্জন করেন। অতপর জার্মানীর ফ্যান্কফুটে অবস্থিত স্বনামধন্য গথি বিশ্ববিদ্যালয় থেকে ওরাল ইমপ্ল্যান্টোলজি বিষয়ে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন।  গথি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অভিজ্ঞতার প্রশ্নে তিনি ডেন্টাল টাইমসকে জানান- “ হাসপাতালটি ১৫০০ শয্যা সম্পন্ন ছিল এবং আমাদের জন্য কাজ শেখার অনেক সুযোগ ছিল। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয় থেকে ১৮ বার চিকিৎসা বিজ্ঞানীগণ চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য নোবেল পুরষ্কার লাভ করেন। “ রাজধানীর রামপুরায় বনশ্রী ডেন্টাল এন্ড ইমপ্ল্যান্ট সেন্টার নামে নিজস্ব চেম্বার প্রতিষ্ঠা করেন।

ইমপ্ল্যান্ট বিষয়ে তিনি তীব্র আগ্রহ অনুভব করেন।  তাই এই ক্ষেত্রে নিজেকে আরো তৈরী করে নিতে ২০১৬ সালে আইসিওআই সংগঠনটির সদস্য হন। অতপর সফল ভাবে ইমপ্ল্যান্ট বিষয়ক ২২০ টি কেস প্রেজেন্টেশন, পরীক্ষায় ভাল ফলাফল এর মাধ্যমে ২০১৭ সালে ফেলোশিপ এবং খুবই অল্প সময়ের ভেতর ২০১৯ সালেই ডিপ্লোম্যাট হিসেবে নির্বাচিত হন।

এই কঠিন পথ পরিক্রমায় সীমাবদ্ধতার অভিজ্ঞতার প্রশ্নে তিনি বলেন – “সবচেয়ে বেশি যে দিকটি অনুভব করেছি সেটি হলো অর্থনৈতিক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারন এ ধরনের সংগঠনে যুক্ত থাকার জন্য আমাকে বিভিন্ন দেশে ভ্রমণ করতে হয়েছে। যেটি খুবই কষ্টকর ছিল। তাছাড়া পরিবারকে খুবই কম সময় দিতে পেরেছি। পরিবারসহ সকলে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে তাই এ পর্যায়ে পৌছুতে পেরেছি। ”

ইমপ্ল্যান্ট বিষয়ে বাংলাদেশী ডেন্টাল সার্জনদের অবস্থান বিষয়ক প্রশ্নে তিনি টাইমসকে বলেন – “আমাদের পাশ্ববর্তী ভারতে অনেকে এ ধরনের আন্তর্জাতিক সংগঠন এর সঙ্গে যুক্ত আছেন এবং অনেক ডেন্টাল সার্জন অ্যাম্বেসেডর হিসেবে কাজ করছেন কিন্তু আমাদের দেশে আমি এটির খুব অভাব অনুভব করেছি। আমাদের দেশের ডেন্টাল সার্জনরা যদি নিজ আগ্রহে এগিয়ে আসেন তাহলে অনেক ভাল কিছু সম্ভব।”

DentalTimes

আসিওআই এর ডিপ্লোমেট হিসেবে নির্বাচিত হবার পর ভবিষ্যৎ পরিকল্পনামূলক প্রশ্নে তিনি বলেন – “আগে বাংলাদেশকে উপস্থাপন করার জন্য কেউ ই ছিল নাহ। এখন আর এরকম কিছু নেই। এখন আরো সহজ হয়ে গেছে আমাদের জন্য। আগে যেমন উচ্চতর ডিগ্রীর জন্য আমাদের ভারতের দ্বারস্থ হতে হতো এখন আর সেই বিষয়টি থাকবে নাহ। এখন বাংলাদেশ থেকেই যেন আইসিওআই এ ফেলোশিপ করা যায় এমন একটি প্রস্তাব আমি সংগঠনটির কাছে প্রদান করবো এবং বাস্তবায়নের চেষ্টা করবো। এবং বাংলাদেশেই বিশ্বমানের একটি ইমপ্ল্যান্টোলজি ইনস্টিটিউট তৈরীর আশাবাদ ব্যক্ত করছি।”

DentalTimesআইসিওআই (ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ অরাল ইমপ্ল্যান্টলজিস্টস) ১৯৭২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টক্লেয়ার, নিউ জার্সিতে প্রতিষ্ঠিত হয়।বর্তমানে সংগঠনটির সভাপতি হিসেবে ডাঃ সেনেচি সুজুকি এবং মহাসচিব হিসেবে রয়েছেন ডা: লিন মর্টিলা।

এটি বিশ্বব্যাপী ইমপ্লান্টোলজির টিউটোরিয়াল ফোরাম এবং আন্তর্জাতিক স্তরে অব্যাহত চিকিৎসা শিক্ষার বৃহত্তম ও প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান। ইমপ্ল্যান্ট এর বিষয়ে আগ্রহী যে কেউ ই এই সংগঠনটির সাথে সংযুক্ত হতে পারে।

Continue Reading

Uncategorized

যশোর : ২২ চিকিৎসক-নার্সসহ ২৮ জন কোয়ারেন্টাইনে

DENTALTIMESBD.com

Published

on

করোনাভাইরাসে আক্রান্ত দুই রোগীর সংস্পর্শে আসায় যশোর জেনারেল হাসপাতালের ১১ চিকিৎসক, ১১ নার্স মোট ২৮ জন স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বুধবার হাসপাতালের তত্ত্বাবধায়কের জারি করা অফিস আদেশে এই কথা জানানো হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোয়ারেন্টাইনে পাঠানো এসব ডাক্তার ও নার্স করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীদের কনটাক্টে এসেছিলেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদের সঙ্গে যোগাযোগ করে পর্যায়ক্রমে এই হাসপাতালের সবার নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে।

ডা. দিলীপ কুমার রায় বলেন, করোনা আক্রান্ত দুই রোগীর সংস্পর্শে যেসব ডাক্তার, নার্স ও কর্মচারী এসেছিলেন তাদের শনাক্ত করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ১১ জন ডাক্তার ও ১১ জন নার্স ছাড়াও পরিচ্ছন্নতাকর্মী, ওয়ার্ড বয় ও আয়া মিলিয়ে মোট ২৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইনের মেয়াদ হবে ১৪ দিন। এই সময়কালে তাদের সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এমন পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক পদক্ষেপ হিসেবে করোনারি কেয়ার ইউনিট ও মেডিসিন ওয়ার্ড লকডাউন করে দেন। গুরুত্বপূর্ণ ইউনিট দুটি জীবাণুমুক্ত করার পদক্ষেপও নেওয়া হয়। ওই দুই স্থানে চিকিৎসাধীন রোগীদের স্থানান্তর করা হয় অন্য ওয়ার্ডে।

গত কয়েকদিনে শনাক্ত হওয়া করোনা পজেটিভদের বেশ কয়েকজনকে যশোর টিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যারা ওই হাসপাতালে যেতে অনাগ্রহ প্রকাশ করেছেন, তাদের নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রাখা হয়েছে।

যশোর টিবি হাসপাতালকে অস্থায়ী করোনা হাসপাতাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে করোনাভাইরাস আক্রান্তদের সেবার কাজে নিয়োজিতরা পাশেই নাজির শঙ্করপুরে অবস্থিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ডরমেটরিতে অবস্থান করছেন।

Continue Reading

Uncategorized

যে চারটি বেসরকারি হাসপাতালে হবে করোনাভাইরাস পরীক্ষা

DENTALTIMESBD.com

Published

on

বেসরকারি হাসপাতালে হবে করোনাভাইরাস পরীক্ষা

দেশে কোভিড-১৯ এর প্রকোপ বাড়তে থাকায় পরীক্ষার আওতা বাড়ানোর জন্য প্রথমবারের মত চারটি বেসরকারি হাসপাতালকে করোনাভাইরাস পরীক্ষা এবং চিকিৎসার অনুমতি দিয়েছে সরকার।

এর মধ্যে ঢাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলা), স্কয়ার হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতাল শুধু তাদের ভর্তি রোগীদের নমুনা পরীক্ষা করবে।

আর নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতাল বাইরের রোগীদের নমুনাও পরীক্ষা করতে পারবে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, “তারা যে নমুনা পরীক্ষা করবেন আমরা তা আগামীকাল থেকে অথবা যখন তারা কাজ শুরু করবেন তখন থেকে হিসাবে যুক্ত করব।”

তিনটি হাসপাতালকে বাইরের রোগীর নমুনা পরীক্ষার অনুমতি না দেওয়ার কারণ ব্যাখ্যা করে নাসিমা সুলতানা বলেন, “অনেক ক্ষেত্রে ফলোআপে সমস্যা হতে পারে, সে কারণে তাদের এখনও তাদের আউটডোর পেশেন্টের নমুনা পরীক্ষার অনুমতি দেওয়া হয়নি।”

এই চারটি বেসরকারি হাসপাতাল মিলিয়ে দেশে সব মিলিয়ে এখন ২৯টি মেডিকেল প্রতিষ্ঠানে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ব্যবস্থা হল।

বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৬৪১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৭১০৩ জন হয়েছে। এই সময়ে আরও আটজনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬৩ জন হয়েছে।

Continue Reading

Uncategorized

২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪১

DENTALTIMESBD.com

Published

on

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ১৬৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৪১ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা সাত হাজার ১০৩ জন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও চার হাজার ৯৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ৭০১টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৬৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ১০৩ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও আটজন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১১ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৫০ জন।

যারা নতুন করে মারা গেছেন, তাদের মধ্যে ছয়জন পুরুষ এবং দুজন নারী। ছয়জন ঢাকার বাসিন্দা এবং দুজন ঢাকার বাইরের। বয়সের দিক থেকে চারজন ষাটোর্ধ্ব, দুজন পঞ্চাশোর্ধ্ব এবং দুজন ত্রিশোর্ধ্ব।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

প্রায় চার মাস আগে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি অনেকটাই সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের প্রায় সাড়ে ৩১ লাখ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে দুই লাখ ১৮ হাজার। তবে নয় লাখ ৬১ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নিয়েছে আরও নানা পদক্ষেপ। যদিও এরই মধ্যে সীমিত পরিসরে ঢাকাসহ বিভিন্ন এলাকার কিছু পোশাক কারখানা সীমিত পরিসরে খুলতে শুরু করেছে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কি-না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

অন্যান্য

Continue Reading

জনপ্রিয়