মহেশখালী উপজেলার পৌরসভায় অবস্থিত ১টি ডেন্টাল কেয়ার ও ৪টি প্যাথলজীকে বিভিন্ন অনিয়মের অভিযোগে সর্বমোট ৩৬০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় অভিযান শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয় । মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার, কক্সবাজার সদর হাসপাতালের প্যাথলজী কনসালটেন্ট ডাক্তার জিয়া উদ্দিন, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার মাহাফুজ । সহযোগিতায় ছিলেন হেলথ ইন্সপেক্টর ও মহেশখালী থানার এসআই কাজল ।
যেসব প্রতিষ্ঠানে জরিমানা করেন, লাইসেন্সের মেয়াদ ও ডাক্তারের যোগ্যতার অনলাইন সার্টিফিকেটের না থাকার অপরাধে মহেশখালী ডেন্টালকে ৮ হাজার টাকা। ফ্রিজ টেম্পারেচার ও অপরিস্কারের অপরাধে নিউরন প্যাথলজিকে ৫ হাজার টাকা। পারমানবিক শক্তি কমিশনের অনুমোদন না থাকার অপরাধে ওয়ান হেলথ কেয়ারকে ৫ হাজার টাকা। অপরিস্কার, ল্যাবে বিভিন্ন অনিয়ম, পারমানবিক শক্তি কমিশনের লাইসেন্স না থাকা, এসি নস্ট হয়ে যাওয়ার অপরাধে আইল্যান্ড প্যাথলজীকে ১০ হাজার টাকা। ফ্রিজ টেম্পারেচার, অপরিস্কার ও ল্যাব রুমের এসি নস্টের অপরাধে মহেশখালী প্যাথলজীকে ৮হাজার টাকা জরিমানা করে ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার বলেন, পারমানবিক শক্তি কমিশনের অনুমোদন না থাকা, ল্যাবের ফ্রিজ, এসির টেম্পেরেচার সঠিক না থাকা, মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট লাইসেন্স না থাকার অপরাধে এই ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
