রাজধানীতে “জিয়া সুইমিং কার্নিভাল’ সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যেখানে নারীদের ৫০০ মিটার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন বাংলা মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাবের সদস্য মেন্ডি ডেন্টাল কলেজর ৩য় ব্যাচের শিক্ষার্থী ও দন্ত চিকিৎসক ডা. শাহনাজ আক্তার।
শনিবার সকাল ৭টায় শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে শুরু হয় এই সাতার প্রতিযোগিতা ৷ ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে পাঁচ বিভাগে সুইমিং কার্নিভালের প্রথম সিজনে দেশেমসেরা শতাধিক সাতারু অংশ নেন। প্রতিযোগিতায় ছিল দুই কিলোমিটার, দেড় কিলোমিটার, ১ কিলোমিটার ও ৫০০ মিটারের সাতার প্রতিযোগিতা
নারীদের ৫০০ মিটার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন দেশের প্রথম নারী আয়রনম্যান ফেরদৌসী আক্তার মারিয়া, প্রথম রানারআপ হয়েছেন ডা. শাহানাজ আক্তার ও যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছেন নাসরিন আক্তার ও অতসী।
প্রথম রানারআপ হয়ে ডা. শাহানাজ আক্তার বলেন, ঢাকায় এমন আয়োজন সচারাচর হয় না। দেশের নদী বাঁচাতে এবং সাতারুদের উজ্জীবিত করতে এমন আয়োজনের বিকল্প নেই। এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত ৷ এই প্ল্যাটফর্মে সাফল্যের পেছনে দায়িত্বশীল ও আন্তরিক প্রশিক্ষণের জন্য বিশেষ সম্মানিত প্রশিক্ষক আল্লামা দিদারকে কৃতজ্ঞতা জানাই।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও সাবেক ক্রীড়াবিদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী আমীর মাহমুদ খসরু ৷ সাতার প্রতিযোগিতা শেষে সাড়ে ১০টায় পুরষ্কার বিতরণ করেন তিনি।