আজ ১৬ নভেম্বর, অধ্যাপক ডা. মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির এক গুরুত্বপূর্ন সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে সোসাইটিকে পুনঃগঠনের লক্ষ্যে সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ নির্বাচন সম্পন্ন করা হয়।
সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির সভাপতি নির্বাচিত হয় ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উলাহ, মহসচিব হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোর্স ডিরেক্টর অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান ও কোষাধক্ষ্য পদে সিটি ডেন্টাল কলেজের অধ্যাপক ডা. মুহাম্মদ মাহফুজুর রহমান।
ডেন্টাল পেশার এই বিশেষায়িত শাখার উন্নয়ন, নতুন কর্মপরিকল্পনা, পেশাগত অগ্রগতি ও আন্তর্জাতিক মানোন্নয়নের লক্ষ্যে নবগঠিত বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি কার্যকর ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করে সংগঠনের সদস্যরা।
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক, যুগ্ম মহাসচিব ডা. আব্দুলাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ডা. আতিক মাহমুদ এবং অন্যান্য নেতৃবৃন্দ নব নির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
