আজ ২৪ নভেম্বর একাডেমী অব ডেন্টাল এক্সিলেন্স সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষ্যে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় সায়েন্টিফিক সেমিনার ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াজেদ আলি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. এসএম আনোয়ার সাদাত ও একই কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাহানাজ বেগম । এছাড়া, সায়েন্টিফিক সেমিনারের চেয়ারপার্সন হিসেবে ছিলেন সংগঠনটির আহ্বায়ক ও ঢাকা ডেন্টাল কলেজের সহকারী পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান।
সায়েন্টিফিক সেমিনারে তিনটি ভিন্ন বিষয় How to deal minor oral surgery in our routine practice, Tips & Trics for Predictable Endodontic Practice ও How to improve our Daily Private Practice এর উপর আলোকপাত করেন যথাক্রমে ডা. মোস্তাফিজুর রহমান, ডা. মো ইমরান হোসেন ও ডা. আব্দুল আজিজ সোহেল । দেশের বিভিন্ন জেলার ডেন্টাল সার্জন, শিক্ষার্থী ও গবেষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি জ্ঞান বিনিময়, আধুনিক ডেন্টাল প্রযুক্তি ও ক্লিনিক্যাল অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সমৃদ্ধ হয়ে ওঠে।
আয়োজকরা জানান, “ভবিষ্যতে তারা নিয়মিতভাবে আরও উচ্চমানের ডেন্টাল সেমিনার, হ্যান্ডস অন ওয়ার্কশপ এবং গবেষণামূলক কার্যক্রম আয়োজন করবে, যা তরুণ ডেন্টাল সার্জনদের পেশাগত উৎকর্ষ ও আধুনিক ডেন্টাল কেয়ারে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, একাডেমী অব ডেন্টাল এক্সিলেন্স এর ১ম আহ্বায়ক কমিটি প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করে সংগঠনটি৷
