চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হয়েছে। ১০ আগস্ট ড্যাবের কাউন্সিলে হারুন-শাকিল পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছিলেন। নির্বাচনের প্রায় ৭৮ দিন পর আজ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
অধ্যাপক ডা. হারুন আল রশীদ-কে সভাপতি এবং ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল-কে মহাসচিব করে
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব ২০২৫ এর ২৭৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে। একই
সঙ্গে ড্যাবের ৫৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠিত হয়েছে।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষারিত প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়।
পূর্ণাঙ্গ কমিটি নিম্মরূপ
উল্লেখ্য ০৯ আগস্ট নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩ হাজার ১১৭ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ হাজার ৬০০ জন। সভাপতি পদে অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ ১ হাজার ৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী অধ্যাপক ডাঃ এ,কে,এম আজিজুল হক পেয়েছেন ১ হাজার ২০২ ভোট। মহাসচিব পদে ডাঃ মোঃ জহিরুল ইসলাম শাকিল ১ হাজার ৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ডাঃ আব্দুস শাকুর খান। তিনি পেয়েছেন ১ হাজার ০৭৯ ভোট।
