রাওয়া ডেন্টাল সেন্টারের উদ্বোধন করলেন সেনাপ্রধান

ডেন্টাল টাইমস
সংগৃহীত ছবি

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কমপ্লেক্স এলাকায় নবনির্মিত রাওয়া ডেন্টাল সেন্টারের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার তা উদ্বোধন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (আরএওডব্লিওএ) কমপ্লেক্স এলাকায় নবনির্মিত রাওয়া ডেন্টাল সেন্টারের উদ্বোধন করেন।

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের পরিবারের জন্য মানসম্মত ডেন্টাল চিকিৎসাসেবা প্রদানের উদ্দেশ্যে সেনা সদরের আর্থিক পৃষ্ঠপোষকতায় এ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। 

এ সময় দীর্ঘ প্রতীক্ষিত এ চিকিৎসাসেবা প্রাপ্তির উদ্যোগ গ্রহণ করায় অবসরপ্রাপ্ত কর্মকর্তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুন
এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version