চট্টগ্রামে পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজের দাবিতে মানববন্ধন

ডেন্টাল টাইমস

আজ ৯ অক্টোবর, চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজের দাবীতে মানববন্ধন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর,যেখানে প্রায় ৩ কোটি মানুষের বসবাস এবং প্রতিদিন অসংখ্য রোগী মুখের ও দাঁতের চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। এই বিশাল শহরে নেই কোনো স্বতন্ত্র সরকারি মুখ ও দন্ত চিকিৎসার জন্য প্রতিষ্ঠান। ফলে মুখ ও দাঁতের চিকিৎসা সেবা ক্রমেই সীমিত, জটিল ও অকার্যকর হয়ে পড়ছে।

চট্টগ্রামে পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজের দাবিতে মানববন্ধন » DENTAL TIMES

শিক্ষার্থীরা বেশ কিছু সমস্যার কথা উল্লেখ করে মানববন্ধনে বলেন, “আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা, আজ একত্রিত হয়েছি কোনো ব্যাক্তিগত স্বার্থে নয়, বরং একটি ন্যায্য ও দীর্ঘদিনের দাবি আদায়ের লক্ষ্যে, চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবি জানাতে।”

আমরা যারা চট্টগ্রাম মেডিকেল কলেজের অধীনে ডেন্টাল ইউনিটে পড়াশোনা করছি,আমরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার।

🔹 আমাদের বাজেট অত্যন্ত সীমিত,
🔹 আধুনিক যন্ত্রপাতির অভাব,
🔹 পর্যাপ্ত শিক্ষক ও অবকাঠামোর ঘাটতি,
🔹 এবং বিপুল রোগীর চাপের কারণে চিকিৎসা সেবার মান হ্রাস পাচ্ছে

এছাড়া তারা আরো জানান, “অন্য একটি বাস্তবতা হলো, প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসেন, কিন্তু অনেককে সিরিয়াল দেওয়া হয় এক থেকে দুই মাস পর। এ অবস্থায় মুখের স্বাস্থ্যসেবা যেন এক ধৈর্যের পরীক্ষায় পরিণত হয়েছে,যা দেশের অন্যতম বৃহৎ নগরীর জন্য এক বিব্রতকর চিত্র।”

চট্টগ্রামে পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজের দাবিতে মানববন্ধন » DENTAL TIMES

শিক্ষার্থীরা বলেন, “আমরা বারবার প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি।প্রতিবারই আমাদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কোনো বাস্তব অগ্রগতি দেখা যায়নি। এখনো পর্যন্ত ডেন্টাল কলেজের জন্য কোনো নির্দিষ্ট জায়গা স্থির করা হয়নি। একটি স্থান ঠিক করা হয়, পরে নানা কারণে তা আবার বাতিল করা হয়, পরিবর্তন করা হয়। এ যেন এক চলমান আশ্বাসের গল্প, যার কোনো পরিণতি নেই।

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো,আমাদের পুরাতন ডেন্টাল ইউনিটের জায়গাটিতে আমরা দীর্ঘদিন ধরে ডেন্টাল ইউনিটের বর্ধিতকরণ বা এক্সটেনশন বিল্ডিং নির্মাণের দাবি জানিয়ে আসছিলাম।

কিন্তু সেই যৌক্তিক দাবিটি বাস্তবায়নের পরিবর্তে এখন সেই জায়গাটিই দেওয়া হচ্ছে নির্মাণাধীন ক্যান্সার ইনস্টিটিউটের পাওয়ার স্টেশন তৈরির জন্য।আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ডেন্টাল ইউনিটের জায়গায় অন্য কোনো প্রকল্প অগ্রহণযোগ্য। এটা আমাদের শিক্ষা, পেশা এবং চট্টগ্রামের মানুষের মুখের স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ।

আজকের এই মানববন্ধন একটি ন্যায্য দাবির যুক্তিসঙ্গত প্রতিবাদ। আমরা চাই চট্টগ্রামে একটি আধুনিক সরকারি ডেন্টাল কলেজ,যেখানে থাকবে উন্নত ল্যাব, পর্যাপ্ত শিক্ষক, প্রয়োজনীয় বাজেট ও মানসম্মত প্রশিক্ষণ। আমরা চাই মুখের স্বাস্থ্যসেবা হোক সবার জন্য সহজলভ্য ও মানসম্পন্ন।”

এই সংবাদটি শেয়ার করুন

ডেন্টাল টাইমসে প্রকাশের উদ্দেশ্যে সংবাদ/লেখা পাঠাতে চাইলে নাম, ফোন নাম্বার এবং বিস্তারিত ছবিসহ আমাদের dentaltimesbd@gmail.com এ ই-মেইল করুন । এছাড়া, জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন - বার্তাকক্ষ ০১৮৩৩৩৯১৫৮১

আমাদের প্রকাশিত সংবাদ নিয়মিত পেতে

সোশ্যাল মিডিয়ায় আমাদের Follow করুন​

এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *