এবার পদত্যাগ করেছেন বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সচিব ডা. মো. জাহিদুর রহমান। আজ বুধবার (২১ আগস্ট) অনুষদের গভর্নিং বডির সভাপতি এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
পদত্যাগপত্রে জাহিদুর রহমান লিখেছেন, ‘আমি ২০০৩ সালের ১ জানুয়ারি বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে চাকরিতে যোগদান করি। আমি চাকরিকালীন সময়ে সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে ২১ আগস্ট ২০২৪ তারিখে চাকরি থেকে পদত্যাগ করলাম।’
‘এমতাবস্থায় ২১ আগস্ট থেকে আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো’- যোগ করেন তিনি।