শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ ইউনিসেফের

ডেন্টাল টাইমস
ডেন্টাল টাইমস

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েক দিনের সংঘর্ষ–সংঘাতের ঘটনায় শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। আজ শনিবার ইউনিসেফের দক্ষিণ এশিয়া বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই উদ্বেগ প্রকাশ করে।

এতে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক সংঘাতে শিশুদের সুস্থতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে ইউনিসেফ গভীর উদ্বিগ্ন। (সংঘাত চলাকালে) ইউনিসেফের শিশুবিষয়ক হেল্পলাইন ‘১০৯৮’-এ কলের সংখ্যা আগের তুলনায় ২৫০ শতাংশ বেড়েছে। এই সময় ইউনিসেফের প্রশিক্ষণপ্রাপ্ত ৩০০ সমাজকর্মী বাড়ি বাড়ি গিয়ে শিশুদের সহায়তা দিয়েছেন।

কোটাব্যবস্থা সংস্কার আন্দোলনকে ঘিরে ১৮ জুলাই থেকে সংঘর্ষ শুরু হয়। এসব সংঘাত–সংঘর্ষে এখন পর্যন্ত  দুই শতাধিক মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্নভাবে আহত হয় এক হাজারের বেশি। হতাহতদের মধ্যে শিশুদের সংখ্যা চোখে পড়ার মতো, তা ছাড়া সপ্তাহজুড়ে চলা সংঘাত বয়স্কদের পাশাপাশি শিশুদের মনের ওপর বড় ধরনের বিরূপ প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই সংবাদটি শেয়ার করুন

ডেন্টাল টাইমসে প্রকাশের উদ্দেশ্যে সংবাদ/লেখা পাঠাতে চাইলে নাম, ফোন নাম্বার এবং বিস্তারিত ছবিসহ আমাদের dentaltimesbd@gmail.com এ ই-মেইল করুন । এছাড়া, জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন - বার্তাকক্ষ ০১৮৩৩৩৯১৫৮১

আমাদের প্রকাশিত সংবাদ নিয়মিত পেতে

সোশ্যাল মিডিয়ায় আমাদের Follow করুন​

এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *