এডেক্সের আত্মপ্রকাশ : আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান ও সদস্য সচিব ডা. মো. আরশাদ

ডেন্টাল টাইমস

আজ ২৪ নভেম্বর একাডেমী অব ডেন্টাল এক্সিলেন্স সংগঠনটির আহ্বায়ক হিসেবে ডা. মো. মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব হিসেবে ডা. মোহাম্মদ আরশাদ ঘোষণা করা হয়।

সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষ্যে আজ রাজধানীর একটি রেস্টুরেন্টে সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াজেদ আলি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. এসএম আনোয়ার সাদাত ও একই কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাহানাজ বেগম ।

এডেক্সের আত্মপ্রকাশ : আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান ও সদস্য সচিব ডা. মো. আরশাদ » DENTAL TIMES

সায়েন্টিফিক সেমিনারে তিনটি ভিন্ন বিষয়ে আলোকপাত করেন ডা. মোস্তাফিজুর রহমান, ডা. মো ইমরান হোসেন ও ডা. আব্দুল আজিজ সোহেল ।

সায়েন্টিফিক সেমিনার শেষে একাডেমী অব ডেন্টাল এক্সিলেন্স ( এডেক্স) এর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।

আহবায়ক – ডা. মো. মোস্তাফিজুর রহমান

যুগ্ম আহবায়ক
ডা. শাহনাজ বেগম
ডা. হাসিনা মাহমুদা ফেরদোসী মমতা
ডা. মোঃ শাহানা খাতুন
ডা. ফুয়াদ আল হাসানাত

সদস্য সচিব – ডা. মোহাম্মদ আরশাদ
যুগ্ম সদস্য সচিব – ডা. জোবায়দা আসরাফী মিষ্টি

ইসি সদস্য
ডা. মোঃ ইমরান হোসেন
ডাঃ কাজী খাদেমুল ইসলাম তোফা
ডা. রুহুল আমিন সরকার
ডা. মো মেহেদী হাসান মাসুম
ডা. মো. আল আসিফ আবেদীন
ডা. ফয়েজ উদ্দিন আশিক
ডা. আবু তালহা মোঃ মাহি
ডা. মোঃ আরিফুর রহমান
ডা. শাহরিয়ার মাহফুজ পিয়াস
ডা. হাবিবুর রহমান ফাহিম
ডা. ইকরাম হোসেন হৃদয়
ডা. মোহাম্মদ আনায়েত উল্লাহ মিসকাত
ডা. মাসুম বিল্লাহ
ডা. শাহ নেওয়াজ নাঈম
ডা. ওমর ফারুখ
ডা. শাহরিয়ার ওসামা

সংগঠকরা জানান, “ভবিষ্যতে তারা নিয়মিতভাবে আরও উচ্চমানের ডেন্টাল সেমিনার, হ্যান্ডস অন ওয়ার্কশপ এবং গবেষণামূলক কার্যক্রম আয়োজন করবে, যা তরুণ ডেন্টাল সার্জনদের পেশাগত উৎকর্ষ ও আধুনিক ডেন্টাল কেয়ারে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এই সংবাদটি শেয়ার করুন

ডেন্টাল টাইমসে প্রকাশের উদ্দেশ্যে সংবাদ/লেখা পাঠাতে চাইলে নাম, ফোন নাম্বার এবং বিস্তারিত ছবিসহ আমাদের dentaltimesbd@gmail.com এ ই-মেইল করুন । এছাড়া, জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন - বার্তাকক্ষ ০১৮৩৩৩৯১৫৮১

আমাদের প্রকাশিত সংবাদ নিয়মিত পেতে

সোশ্যাল মিডিয়ায় আমাদের Follow করুন​

এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *