পেপসোডেন্টের উদ্যোগে আমাদের সময়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প

ডেন্টাল টাইমস

দৈনিক আমাদের সময় কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘পেপসোডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট ফ্রি ডেন্টাল ক্যাম্প’। আজ বুধবার বেলা ১১টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে এই কর্মসূচি।

ইউনিলিভার বাংলাদেশ ও আমাদের সময়ের যৌথ এ আয়োজনে ওরাল হাইজিন বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এমএইচ শমরিতা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ডেন্টাল বিভাগের মেডিকেল অফিসার ডা. কাজী ইমদাদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি চিকিৎসকদল এই সেবা দিয়েছেন। এছাড়াও ক্যাম্পে উপস্থিত ছিলেন ইউনিলিভারের তেজগাঁও অঞ্চলের এক্সিকিউটিভ মেরাজ তানভীরসহ অন্যান্য কর্মকর্তারা।

ফ্রি ডেন্টাল ক্যাম্পে সকাল থেকেই আমাদের সময়ের বিভিন্ন বিভাগের কর্মীরা সেবা নিয়েছেন। ফিচার বিভাগের সিনিয়র সাব-এডিটর লাবণ্য লিপি বলেন, ‘এমন উদ্যোগ কর্মীদের জন্য খুবই উপকারী। আমরা ব্যস্ততার কারণে নিয়মিত দাঁতের খেয়াল রাখতে পারি না। এ ক্যাম্প থেকে দন্ত সেবা সম্পর্কে নিজে জানলাম। আমার বাচ্চাদেরও এ বিষয়ে সচেতন রাখতে পারবো।’

আমাদের সময়ের একজন কর্মী বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছিলাম। আজকে এই ক্যাম্পের মাধ্যমে একজন ডেন্টাল বিশেষজ্ঞের পরামর্শ পেয়েছি। এটি আমাদের মতো কর্মজীবীদের জন্য সত্যিই সহায়ক।’

ডা. কাজী ইমদাদুল ইসলাম বলেন, ‘মানুষের মধ্যে দিন দিন দন্ত সেবা সম্পর্কে আগের তুলনায় সচেতনা বৃদ্ধি পেয়েছে। কারণ এখন এ সেবায় অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি এসেছে।’

দাঁতের চিকিৎসায় দেরি না করার পরামর্শ নিয়ে তিনি আরও বলেন, ‘অধিকাংশ মানুষ তখনই চিকিৎসকের শরণাপন্ন হন যখন সমস্যাটি গুরুতর হয়ে ওঠে। কিন্তু দাঁতের যেকেনো ধরনের সমস্যা দেখা দিলে, দ্রুতই সম্ভব চিকিৎসা নিতে হবে। অন্যথায় দিন দিন এই রোগের তীব্রতা ও চিকিৎসায় খরচ বেড়ে যেতে পারে।’

এই সংবাদটি শেয়ার করুন

ডেন্টাল টাইমসে প্রকাশের উদ্দেশ্যে সংবাদ/লেখা পাঠাতে চাইলে নাম, ফোন নাম্বার এবং বিস্তারিত ছবিসহ আমাদের dentaltimesbd@gmail.com এ ই-মেইল করুন । এছাড়া, জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন - বার্তাকক্ষ ০১৮৩৩৩৯১৫৮১

আমাদের প্রকাশিত সংবাদ নিয়মিত পেতে

সোশ্যাল মিডিয়ায় আমাদের Follow করুন​

এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *