ঝিকরগাছায় ডেন্টাল সার্জনের উপর হামলা

ডেন্টাল টাইমস
ডেন্টাল টাইমস

যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তদের হামলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাঃ সেলিম রেজা আহত হয়েছেন। তিনি সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ভুমদিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ও খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত আছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাঃ সেলিম রেজা জানান, তিনি কর্মস্থলের কাজ শেষে বিকাল থেকে ঝিকরগাছায় ব্যক্তিগত চেম্বার করেন। বৃহস্পতিবার রাতে চেম্বার শেষে বারবাকপুর যান তার চেম্বারের সহকারী শারমিনের বাড়িতে দাওয়াত খেতে। রাত ৯টার দিকে দাওয়াত খেয়ে ঝিকরগাছা বাজারে ফিরছিলেন তিনি। পথিমধ্যে বিশ্বাসপাড়া পৌঁছালে একদল অজ্ঞাত দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি মারপিট করে। এসময় তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে হামলাকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, হামলাকারীদের কাউকে তিনি চিনতে পারেননি। চেম্বারের সহকারী শারমিনের পিতা জয়নাল হোসেনের দাওয়াত রক্ষা করতে তিনি বারবাকপুর গিয়েছিলেন। প্রশাসন সঠিক তদন্ত করলে হামলাকারীর পরিচয় ও হামলার কারণ জানা যাবে। এ ঘটনার সঠিত তদন্তপূর্বক বিচার দাবি করেছেন তিনি।

সম্পর্কিত
এই সংবাদটি শেয়ার করুন

ডেন্টাল টাইমসে প্রকাশের উদ্দেশ্যে সংবাদ/লেখা পাঠাতে চাইলে নাম, ফোন নাম্বার এবং বিস্তারিত ছবিসহ আমাদের dentaltimesbd@gmail.com এ ই-মেইল করুন । এছাড়া, জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন - বার্তাকক্ষ ০১৮৩৩৩৯১৫৮১

আমাদের প্রকাশিত সংবাদ নিয়মিত পেতে

সোশ্যাল মিডিয়ায় আমাদের Follow করুন​

এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *