ডেন্টাল সোসাইটি বিলুপ্ত : ৩ সদস্যদের নির্বাচন কমিশন ঘোষণা

ডেন্টাল টাইমস
ডেন্টাল টাইমস

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা: হুমায়ুন কবির বুলবুর আজ ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এরই ধারাবহিকতায় ডেন্টাল সোসাইটির সকল জেলা, শাখা, উপ-কমিটি সহ অন্যান্য সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে এবং ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয় ।

আজ বাংলাদেশে ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা: আবুল কাশেম। স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ ঘোষণা প্রদান করেন এবং উপস্থিত কমিশনার গনের কাছে চিঠি হস্তান্তর করেন।

ঘোষণায় বলা হয়, ”বাংলাদেশ ডেন্টাল সোসাইটি এর মহাসচিব অধ্যাপক ডাঃ হুমায়ুন কবীর বুলবুল ব্যক্তিগত কারণ দেখিয়ে (সূত্র: Verified facebook page : Humayur Bulbul) অদ্য ১০.০৮.২০২৪ রোজ শনিবার, ২:৫৫ ঘটিকায় পদত্যাগ করায় এবং নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরিপেক্ষিতে (২০১৫- ২০১৭ পেশাগত উন্নয়ন ও সার্বিক কার্য্যক্রম চলমান রাখার প্রয়াসে গঠনতন্ত্রে প্রনীত নিয়মানুযায়ী বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কার্য্যক্রম রহিত করে পরবর্তী কার্যকরী পরিষদ গঠনের নিমিত্তে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হল। নির্বাচন কমিশন বিধি মোতাবেক ডেন্টাল সোসাইটির নির্বাচন সম্পন্ন করবেন”

৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন

  • অধ্যাপক ডা: সালাহ উদ্দিন আল আজাদ
  • ডা: এস এম তানভীর আহমেদ
  • ডা: সিফাতউদ্দিন খান

এ সময় উপস্থিত ছিলেন ডক্টরস এসোাসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) -ডেন্টালের সাধারণ সম্পাদক ডা: একেএম রিয়াজ কবীর, যুগ্ন সম্পাদক ডা: কামরুল হাসান, ডা: সুদীপ্ত দাস, ডা: জিহান সহ বেশ কিছু চিকিৎসকবৃন্দ।

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সর্বশেষ নির্বাচন হয়েছিলো ২০১৫ সালে, যার মেয়াদ ছিলো ২০১৭ পর্যন্ত। ৭ বছর বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কোন নির্বাচন অনুষ্ঠিত হয় নি।

এই সংবাদটি শেয়ার করুন

ডেন্টাল টাইমসে প্রকাশের উদ্দেশ্যে সংবাদ/লেখা পাঠাতে চাইলে নাম, ফোন নাম্বার এবং বিস্তারিত ছবিসহ আমাদের dentaltimesbd@gmail.com এ ই-মেইল করুন । এছাড়া, জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন - বার্তাকক্ষ ০১৮৩৩৩৯১৫৮১

আমাদের প্রকাশিত সংবাদ নিয়মিত পেতে

সোশ্যাল মিডিয়ায় আমাদের Follow করুন​

এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *