বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাধারণ নির্বাচন ১ নভেম্বর ঘোষণা করে আজ তফসিল প্রকাশ করেছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির অর্ন্তবর্তীকালিন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার সহ তিন জন নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন তারা।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডা: সালাহউদ্দিন আল আজাদ , নির্বাচন কমিশনার ডা: এস এম তানভীরুল ইসলাম, নির্বাচন কমিশনার ডা: সিফাত উদ্দিন খান স্বাক্ষরিত স্মারক নং বি.ডি.এস./নির্বাচন-২০২৪/০৮২৪-০৬ বিজ্ঞপ্তির মাধমে আরো জানানো হয়,
নির্বাচনের সময়সূচি
- মনোনয়নপত্র বিতরণ শুরু : ০১ অক্টোবর, ২০২৪
- মনোনয়নপত্র বিতরণ শেষ : ০৭ অক্টোবর, ২০২৪
- মনোনয়নপত্র দাখিলের দিন : ০৯ ও ১০ অক্টোবর ২০২৪
- মনোনয়নপত্র যাচাই-বাছাই : ১১ অক্টোবর ২০২৪
- বৈধ ও বাতিলকৃত মনোনয়নপত্রের খসড়া তালিকা প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪
- মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিন : ১৪ অক্টোবর ২০২৪
- চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪
- প্যানেল এবং প্রার্থীগনের ব্যালট নং বরাদ্দ/প্রদান : ১৮ অক্টোবর ২০২৪
- নির্বাচন প্রচারণার শেষ তারিখ : ৩০ অক্টোবর ২০২৪ রাত ১২.০০ টা
- নির্বাচনের দিন : ০১ নভেম্বর ২০২৪
- চূড়ান্ত ফলাফল প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪
- দ্বায়িত্ব হস্তান্তর : ০৪ নভেম্বর ২০২৪
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডাঃ সালাহ উদ্দিন আল আজাদ ডেন্টাল টাইমসকে জানিয়েছেন, “আসন্ন নির্বাচনে ভোটার কিংবা প্রার্থী হওয়ার জন্য বিএমডিসির স্থায়ী সনদের সত্যায়িত ফটোকপি এবং চলতি বছরের সদস্য ফি ৫০০/- ( পাঁচশত টাকা ) প্রদানপূর্বক নির্বাচন কমিশন বরাবর উপস্থাপন করলে তিনি আসন্ন নির্বাচনে বৈধ ভোটার বলে বিবেচিত হবেন। প্রার্থীগনের জন্য ও একই শর্ত প্রযোজ্য হবে। এই জন্য ভোটার হিসেবে নিবন্ধিত হতে হবে। ভোটার টার হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার শেষ সময় ২৯ অক্টোবর ২০২৪”
তিনি আরো জানান, “যারা এখনো স্থায়ী রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয় নাই তাদের ক্ষেত্রে স্ব স্ব প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সনদের ফটোকপি অথবা ফলাফলের কপি এবং হালনাগাদ সদস্য ফি ৫০০/- প্রদানপূর্বক ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হতে পারবেন। কোন অবস্থাতেই নির্বাচন এর দিন বা আগের দিন ভোটার হওয়ার সুযোগ থাকবে না।“
উল্লেখ্য, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির গঠনতন্ত্র মোতাবেক বিএমডিসি কর্তৃক স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাশককৃত চিকিৎসক (বিডিএস) মাত্রই সোসাইটির সাধারণ সদস্য এবং নির্বাচনের প্রার্থী হিসেবে উপযুক্ত/যোগ্য।