গঠনতন্ত্র পরিপন্থী উপায়ে গঠিত নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র বাতিল করেছেন বাংলাদেশের ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কাসেম। একই সঙ্গে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সার্চ কমিটি গঠনের সুপারিশ করেন তিনি।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে ডেন্টাল সার্জনদের স্বার্থবিরোধী এ পরিপত্র বাতিল ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের সকল ডেন্টাল সার্জনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১০/০৮/২০২৪ ইং তারিখে রোজ শনিবার, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির নির্বাচিত সভাপতি হিসেবে একটি অনভিপ্রেত এবং অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমার দ্বারা স্বাক্ষরকৃত একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এই তিন (০৩) সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন বাংলাদেশের ডেন্টাল সোসাইটির গঠনতন্ত্র মোতাবেক না হওয়ায় এবং তার কার্যক্রম সকল ডেন্টাল সার্জনদের স্বার্থের বিরোধী হওয়ায় এই নির্বাচন কমিশন গঠনের পরিপত্রটি বাতিল করা হল।’
এতে আরও বলা হয়, ‘আপনাদের অবগতির জন্য আরও জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির নির্বাচন সুষ্ঠু, গণতান্ত্রিক এবং অংশ গ্রহণমূলক করার লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠনের সুপারিশ এবং কমিটির গঠনের লক্ষ্যে নাম আহ্বান করছি। সার্চ কমিটি হবে সর্বোচ্চ ১১ সদস্যের, যারা পরবর্তী নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনে সহায়তা করবে। বাংলাদেশ ডেন্টাল সোসাইটির প্রাক্তন সভাপতি/মহাসচিব/কোষাধ্যক্ষ এবং পেশার সিনিয়র চিকিৎসকদের নাম সার্চ কমিটিতে প্রাধান্য পাবে।’