বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে নির্বাচন ও নির্বাচনকে কেন্দ্র করে বিতর্কিত বক্তব্য নিয়ে মতবিনিময় সভা করে ডেন্টাল সোসাইটির বর্তমান নির্বাচন কমিশন।
সেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার করে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডা. সালাহউদ্দিন আল আজাদ বলেন, ‘সাবেক সভাপতি অধ্যাপক ডা. আবুল কাসেম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচন কমিশনকে অবৈধ ও ডেন্টাল সোসাইটির ব্যাংক আইডি হ্যাক হয়েছে এবং সেখান থেকে টাকা তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ করেন।’
এ সময় তার এমন ফেসবুক পোস্ট নিয়ে সাইবার নিরাপত্তা আইনে ১০০ কোটি টাকার মামলা করার কথাও বলেন তিনি।
অধ্যাপক ডাঃ সালাহউদ্দিন আল আজাদ আরও বলেন, ‘ছয় বছর ধরে মেয়াদোত্তীর্ণ হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল ও সভাপতি অধ্যাপক ডা. আবুল কাসেম। সরকার পতনের পর তারা স্বেচ্ছায় পদত্যাগ করে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করেন। সভাপতি আবুল কাসেমের ক্ষমতাবলে এই কমিটি গঠন করার পরে তিনিই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা বিতর্ক সৃষ্টি করেছেন। এর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘আগামী এক মাসের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কাজ করবে এই কমিশন। যাতে কোনো অপশক্তি নির্বাচনকে বানচাল করতে না পারে।’