আমার স্বাক্ষরিত পত্র বাতিল এবং অগ্রহনযোগ্য বলে বিবেচিত হবে – সাবেক সভাপতি

ডেন্টাল টাইমস
ডেন্টাল টাইমস

“আমার স্বাক্ষরিত পত্র বাতিল এবং অগ্রহনযোগ্য বলে বিবেচিত হবে” ডেন্টাল সোসাইটির সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ডাঃ আবুল কাশেম আজ একটি বিবৃতির মাধ্যমে এমনটাই জানিয়েছেন।

তিনি বাংলাদেশের সকল সাধারণ ডেন্টাল সার্জনগনের জন্য উদাত্ত আহবান জানিয়ে আজ এক বিবৃতি প্রদান করেন। বিবৃতিটি নীচে তুলে ধরা হলো।

বাংলাদেশের সকল সাধারণ ডেন্টাল সার্জনগনের জন্য উদাত্ত আহবান, আমি অধ্যাপক ডাঃ আবুল কাসেম সদ্য বিদায়ী সভাপতি, বাংলদেশ ডেন্টাল সোসাইটি- পেশার একাত্বতার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার জন্য আমার এ বিবৃতি।

গত ১০/০৮/২০১৪ ইং সনে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডাঃ হুমায়ুন কবির বুলবুল স্বেচ্ছায় পদত্যাগ করার পর দেশের উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় ও পেশাগত স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে গঠনতন্ত্র এবং সর্বশেষ মুদ্রিত সংবিধান অনুযায়ী বিগত কমিটি মেয়াদউত্তীর্ন হয়ে যাওয়ায় নির্বাচন কমিশন গঠন করে সেই (তরিখ 10/08/2014 ইং, রাতঃ ১০:৩০)। বিগত সোসাইটির প্রাক্তন সদস্যগন এবং এই পেশার আরো কয়েকজন বৈধ পেশাজীবিদের সাথে কথা বলে গঠিত নির্বাচন কমিশন ৩ মাসের জন্য সংবিধান অনুযায়ী কাজ করে যাচ্ছেন এবং তা বৈধভাবে এখনো বহাল আছে।

ইতোমধ্যে, একটি পক্ষ আমাকে জোরপূর্বক প্রিন্টেড কাগজ স্বাক্ষর করায় (তারিখঃ ০৩/১০/২০২৪ ইং। যার সূত্র ঃ নির্বাচন কমিশন গঠন পরিপত্র। তরিখঃ ১০/০৮/২০১৪ ইং) এবং ঠিক ৩ দিন পর (তারিখ ঃ ০৬/১০/২০২৪ ইং) আরো একটি পক্ষ ভুল বুঝিয়ে নানাভাবে বিব্রত করে একটি সার্চ কমিটি গঠন করে (সূত্র: অধ্যাপক ডাঃ মোঃ আশরাফ হোসেন এর ব্যক্তিগত ফেইসবুক ওয়াল এর প্রদত্ত পোষ্ট) এবং সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করেন। এ দুইটি বিষয়ই আমার জন্য মানহানিকর এবং অসম্মানের।

এমতাবস্থায়, আমার অভিজ্ঞতা এবং পেশাগত দায়িত্বশীলতার স্থান থেকে চূড়ান্তভাবে ঘোষনা করছি, গঠিত নির্বাচন কমিশন তার মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত সম্পূর্ণ বৈধভাবে গঠনতান্ত্রিক উপায়ে কাজ করবেন এবং সামাজিক মাধ্যমে পরিপত্র বাতিল এবং সার্চ কমিটি সংক্রান্ত আমার স্বাক্ষরিত পত্র বাতিল এবং অগ্রহনযোগ্য বলে বিবেচিত হবে।যেহেতু আমি নির্বাচন কমিশন (৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার) গঠন করার মাধ্যমে সাংবিধানিকভাবে সোসাইটির নির্বাচন কমিশনের নিকট ক্ষমতা হস্তান্তর করেছি, তাই ১০/০৮/২০২৪ ইং রাত ১০:৩০ এর পর থেকে আমি সদ্য বিদায়ী সভাপতি হিসেবে বলবৎ থাকবো এবং আমার সমস্ত ক্ষমতা ও কার্যক্রম রহিত বলে বিবেচিত হবে।

সুতরাং পরবর্তীতে সোসাইটি সংশ্লিষ্ট কোন বিষয়ে আমাকে নিয়ে বা আমাকে কেন্দ্র করে প্রচার বা যোগাযোগ করবেন না বলে আমার বিনীতভাবে অনুরোধ রইল।

আমার স্বাক্ষরিত পত্র বাতিল এবং অগ্রহনযোগ্য বলে বিবেচিত হবে - সাবেক সভাপতি » DENTAL TIMES
এই সংবাদটি শেয়ার করুন

ডেন্টাল টাইমসে প্রকাশের উদ্দেশ্যে সংবাদ/লেখা পাঠাতে চাইলে নাম, ফোন নাম্বার এবং বিস্তারিত ছবিসহ আমাদের dentaltimesbd@gmail.com এ ই-মেইল করুন । এছাড়া, জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন - বার্তাকক্ষ ০১৮৩৩৩৯১৫৮১

আমাদের প্রকাশিত সংবাদ নিয়মিত পেতে

সোশ্যাল মিডিয়ায় আমাদের Follow করুন​

এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *