গত রবিবার, ১৪ ডিসেম্বর ফতুল্লা ডক্টরস সোসাইটি (এফডিএস) এর উদ্যোগে নারায়ণগঞ্জ চাষাড়ার মিস্টার বুফেতে অত্যন্ত সফলভাবে আয়োজিত হলো ‘বৈজ্ঞানিক সেমিনার-২০২৫ ও উদ্বোধনী অনুষ্ঠান’। এই অনুষ্ঠানে ডেঙ্গু ও ক্যান্সার-এর মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে যেমন আলোচনা হয়, তেমনি ঘোষণা করা হয় ফতুল্লা ডক্টরস সোসাইটির (এফডিএস) ২০২৬ সালের জন্য কার্যকরী কমিটি।
প্রধান অতিথির বক্তব্যে ডেঙ্গু, ক্যান্সার ও চিকিৎসকদের মর্যাদা নিয়ে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন এএফএম মুশিউর রহমান। তিনি ডেঙ্গু এবং ক্যান্সার-এর মতো বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার প্রশংসা করেন। চিকিৎসকদের পেশাগত জীবন নিয়ে তিনি বলেন, “আমাদের পেশাটা থ্যান্কনেস জব, যেকোনো বিষয় হলে আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়। আমাদের সম্মানটা যেনো আমরা ধরে রাখতে পারি।”
তিনি এই সংগঠনকে সাদুবাদ জানান এবং অতীতের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ থমকে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন। সবশেষে তিনি সংগঠনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
ফতুল্লা ডক্টরস সোসাইটি (এফডিএস) এর সভাপতি ডাঃ এম এ সালাম-এর সভাপতিত্বে এবং বিকন ফার্মাসিউটিক্যালস-এর অংশীদারত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ আবুল বাশার, জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া)-এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোঃ জহিরুল ইসলাম সহ ডা. আল ওয়াজিদুর রহমান, মার্জিয়া রহমান মিতু, মশিউর রহমান অপু এবং ডা. জহিরুল ইসলাম।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ফতুল্লা ডক্টরস সোসাইটির কার্যকরী কমিটি-২০২৬-এর পরিচিতি তুলে ধরা।

কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ পদাধিকারীরা হলেন:
উপদেষ্টা: ডা. মোঃ আলী আশরাফ খান, ডা. মোস্তাফিজুর রহমান।
সভাপতি: ডা. এম.এ সালাম
সিনিয়র সহ-সভাপতি: ডা. মো. আব্দুন নূর সায়েম
সাধারণ সম্পাদক: ডা. মোহাম্মদ আরশাদ
যুগ্ম সাধারণ সম্পাদক: ডা. কামরুন্নাহার পলি, ডা. মাহামুদুল হাসান।
সাংগঠনিক সম্পাদক: ডা. রবিউল ইসলাম রাহাত
ফতুল্লা ডক্টরস সোসাইটির উপদেষ্টা ডা. আলী আশরাফ খান নারায়ণগঞ্জ জেলায় একটি ক্যান্সার মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন। তিনি আক্ষেপ করে বলেন, “বিগত দিনে নারায়ণগঞ্জে কেনো হয়নি ক্যান্সার মেডিক্যাল?” তিনি আশা প্রকাশ করেন যে আগামী নির্বাচনে যেই আসুক না কেন, সবাই একত্রে উদ্যোগ নিয়ে এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
নবনির্বাচিত এই কমিটি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং চিকিৎসকদের পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলে আশা প্রকাশ করেন।

