এমবিবিএস ও ডেন্টালে (বিডিএস) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৭ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।
আজ রোববার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রণালয়ের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি সভা হয়েছে। সভায় ১৭ জানুয়ারি এমবিবিএস আর ২৮ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর কোনো জটিলতা না থাকলে ঘোষিত তারিখেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. সাইফুল ইসলামসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। আর ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ছয় হাজার ২৯৫টি। প্রায় প্রতি বছর সারাদেশে এ পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।