বিএসএমএমইউতে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ

ডেন্টাল টাইমস
ডেন্টাল টাইমস

শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে একটি পক্ষ। এর আগেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে অবস্থান নেয় আরেকটি দল। তাদের প্রতিহত করতে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আন্দোলনকারীরা।

সেখানে থাকা ২ টি বাস সহ বেশ কিছু যানবাহন ভাঙচুর এবং ৪ টি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনাও ঘটে। শাহবাগে অবস্থান নেয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদেরকে সাথে অপরপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এর আগে, সকাল থেকেই শাহবাগ মোড় দখল করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অসহযোগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। এতে শাহবাগের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, শহীদ মিনারের আশপাশে পুলিশ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। সেখান থেকে মিছিল নিয়ে কিছুক্ষণ প্রদক্ষিণের পর টিএসসিতে সমাবেশ করেন তারা।

এই সংবাদটি শেয়ার করুন

ডেন্টাল টাইমসে প্রকাশের উদ্দেশ্যে সংবাদ/লেখা পাঠাতে চাইলে নাম, ফোন নাম্বার এবং বিস্তারিত ছবিসহ আমাদের dentaltimesbd@gmail.com এ ই-মেইল করুন । এছাড়া, জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন - বার্তাকক্ষ ০১৮৩৩৩৯১৫৮১

আমাদের প্রকাশিত সংবাদ নিয়মিত পেতে

সোশ্যাল মিডিয়ায় আমাদের Follow করুন​

এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *