শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে পদত্যাগ করেন তারা।
পদত্যাগপত্রে তারা লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরিভাবে অবস্থান করে ছাত্র জনতার কাছে নিজের আস্থা হারিয়ে আমি আমার অধ্যক্ষ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।
এর আগে বেলা ১১টার দিকে অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদারের পদত্যাগ দাবিতে তাদের কক্ষের সামনে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পদত্যাগ করেন তারা