ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিসিন অনুষদের নতুন ডিন নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে অধ্যাপক মোস্তাক আহমেদ ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন হিসেবে ছিলেন ডা. শাহরিয়ার নবী। তিনি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর এ পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ।