চমেকে প্রথমবারের মতো সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

ডেন্টাল টাইমস
ডেন্টাল টাইমস

ট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) প্রথমবারের মতো মনোমুগ্ধকর পরিবেশে সিরাত কনফারেন্স ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল তিনটায় মেডিকেলের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শের উপর এক সীরাত শীর্ষক কনফারেন্স ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের আলোচিত ইসলামি আলোচক শায়খ আহমদুল্লাহ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দীন তালুকদার।

এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চমেকের ৩৯তম ব্যাচের সাবেক শিক্ষার্থী, বর্তমানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ডিসট্যান্স লার্নিং প্রোগ্রামের টিউটর ও ফ্যাকাল্টি মেম্বার মুফতি ডা. মুহাম্মদ মাসীহ উল্লাহ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। সাংস্কৃতিক সন্ধ্যায় হামদ ও নাতে রাসূল (সা.) পরিবেশন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শেষের দিকে কোরআনে হাফেজ মেডিকেলিয়ানদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

ডেন্টাল টাইমসে প্রকাশের উদ্দেশ্যে সংবাদ/লেখা পাঠাতে চাইলে নাম, ফোন নাম্বার এবং বিস্তারিত ছবিসহ আমাদের dentaltimesbd@gmail.com এ ই-মেইল করুন । এছাড়া, জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন - বার্তাকক্ষ ০১৮৩৩৩৯১৫৮১

আমাদের প্রকাশিত সংবাদ নিয়মিত পেতে

সোশ্যাল মিডিয়ায় আমাদের Follow করুন​

এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *