মেন্ডি ডেন্টাল কলেজের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন ২০২৪-২৫ বর্ষের এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে। এটি এসোসিয়েশনের ৪র্থ কর্ম পরিষদ গঠিত হয়েছে।
আজ (২৭ অক্টোবর) মেন্ডি ডেন্টাল কলেজের কলেজের ইন্টার্ন কো অর্ডিনেটর সহ অধ্যাপক ডা. তানিয়া ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা: সালাহ উদ্দিন স্বপন, একাডেমিক ডিরেক্টর অধ্যাপক ডা: সালাহ উদ্দিন আল আজাদ এবং বিদায়ী সভাপতি ডা. নুরুস সালাম জিহান ও সেক্রেটারি ডা. জামিল ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৫ সদস্যের এই কমিটিতে সভাপতি হিসেবে ডা. মো. মাঈনুল ইসলাম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে ডা. মো রাফিউল করিম নির্বাচিত হয়েছেন। এছাড়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো হাসিবুর রহমান।
এ ছাড়া সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে ডা. সাদিয়া ইসলাম রায়া, যুগ্ন সাধারণ সম্পাদক ডা: ফারিয়া ইসলাম, কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মোবাশ্বেরা জাহান সাদিয়া।