রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী কমিটির (ইসি) নিয়ন্ত্রণ নিতে গিয়ে চিকিৎসকসহ দুজনকে মারধর করেছেন ওই হাসপাতালের পুরোনো কমিটির একাংশের সদস্যরা। হামলায় ওই চিকিৎসকের একটি দাঁত ভেঙে গেছে। আজ সোমবার সকালে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতালটির চিকিৎসকেরা বলেছেন, পুরোনো কমিটির কয়েকজন সদস্যের নেতৃত্বে বহিরাগত ব্যক্তিরা সকাল ১০টার দিকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী (ইসি) কমিটির নিয়ন্ত্রণ নিতে তৃতীয় তলায় জড়ো হন। কলেজ ও হাসপাতালের বর্তমান ইসি কমিটির সদস্য, শিক্ষক, চিকিৎসক ও কর্মচারীরা বাধা দিলে পুরোনো কমিটির নেতৃত্বে বহিরাগত ব্যক্তিরা হামলা চালান। এ সময় তাঁরা কলেজের প্যাথলজি বিভাগের প্রভাষক ফজলে রাব্বিকে মারধর করেন এবং তাঁর একটি দাত ভেঙে ফেলেন। একপর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যৌথ বাহিনীর সদস্যরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে পুরোনো কমিটির সদস্যরা সহযোগীদের নিয়ে হাসপাতাল ছেড়ে যান। এ সময় তাঁরা হাসপাতালের নিচে বাংলাদেশ মেডিকেলের একজন টেকনোলজিস্টকে মারধর করেন।
আহত কলেজের শিক্ষক ফজলে রাব্বি গণমাধ্যমকে বলেন, বহিরাগত ব্যক্তিরা তাঁকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন। এ সময় তাঁরা তাঁকে উপর্যুপরি আঘাত করেন। এতে তাঁর একটি দাঁত ভেঙে গেছে।
বাংলাদেশ মেডিকেলের একজন চিকিৎসক জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের তৎকালীন ইসি কমিটির চেয়ারম্যানসহ কয়েকজন সদস্য পালিয়ে যান। কমিটির তৎকালীন চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাক পরে গ্রেপ্তার হন। এরপর হাসপাতালের নতুন ইসি কমিটি গঠন করা হয়। ইসি কমিটির বৈঠকের পর ছয়বার অনুপস্থিত থাকলে যে কারও সদস্যপদ বাতিল হয়ে যায়। কমিটির গঠনতন্ত্র অনুযায়ী হামলায় অংশ নেওয়া ছয়জন সদস্য পরপর ছয়টি সভায় অনুপস্থিত ছিলেন। তাঁদের সদস্যপদ বাতিল হয়ে গেলেও আজ সকালে তাঁরা বহিরাগত ব্যক্তিদের নিয়ে সভা করতে এলে তাঁদের বাধা দেওয়া হয়।
হামলাকারীরা বিএনপির একজন কেন্দ্রীয় নেতার অনুসারী পরিচয় দিয়েছেন বলে অভিযোগ করেছেন বর্তমান ইসি কমিটির সদস্যরা। তাঁরা বলেছেন, এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ আজ সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ইসি কমিটির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের ধাক্কাধাক্কি হয়। এতে ওই হাসপাতালের এক চিকিৎসকসহ দুজন আহত হন। এ ব্যাপারে আহত ব্যক্তিদের পক্ষ থেকে অভিযোগ নিয়ে আসার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত তাঁরা থানায় আসেননি। তিনি বলেন, দুই কমিটির সদস্যদের বক্তব্য শুনতে তাঁদের নিয়ে বসবে যৌথ বাহিনী। তবে দিনক্ষণ এখনো ঠিক হয়নি।