মেন্ডি ডেন্টাল কলেজ ছাত্রদলের মানববন্ধন

ডেন্টাল টাইমস
ডেন্টাল টাইমস

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১ টায় গাবতলী বাবুবাজার বেড়ীবাঁধ রোডে মেন্ডি ডেন্টাল কলেজ ছাত্রদলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন মেন্ডি ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সালাহ উদ্দিন আল আজাদ, কলেজের পরিচালক ডা. সালাহউদ্দিন স্বপন, উপাধ্যাক্ষ ডা. সৈয়দ নজরুল হুদা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক ডা. আবু সাইদ মোঃ মহিবুল্লাহ, বেসরকারী মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল নেতা ও কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আবরার বিন কিবরিয়া সহ কলেজ ছাত্রদলের অন্য নেতাকর্মীরা।

পুলিশ, প্রশাসন সব আপনাদের হাতে থাকতে, ধর্ষণ ইস্যুতে কোনো ভ্যালিড একটিভিটি নাই কেন? জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্যে এমন প্রশ্ন রেখে আয়োজনে ডা. আবরার বিন কিবরিয়া বলেন, অপরাধীরা গ্রেফতার হয়েছে, ভিক্টিম হাসপাতালে মৃত্যুশয্যায়। বোনের সাক্ষী মজুদ আছে , আসামীরাও কেউ অস্বীকার করে নাই কিছু৷ তারপরেও কেন বিচার সম্পন্ন করতে নাকি ১৮০ দিন সময় লাগবে ?

রাষ্ট্রকে এই দায় নিয়ে স্বল্প সময়ে দৃশ্যমান দ্রুত বিচার কার্যকর করার দাবী এসেছে মানববন্ধন থেকে।

এই সংবাদটি শেয়ার করুন

ডেন্টাল টাইমসে প্রকাশের উদ্দেশ্যে সংবাদ/লেখা পাঠাতে চাইলে নাম, ফোন নাম্বার এবং বিস্তারিত ছবিসহ আমাদের dentaltimesbd@gmail.com এ ই-মেইল করুন । এছাড়া, জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন - বার্তাকক্ষ ০১৮৩৩৩৯১৫৮১

আমাদের প্রকাশিত সংবাদ নিয়মিত পেতে

সোশ্যাল মিডিয়ায় আমাদের Follow করুন​

এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ