স্বাস্থ্যখাতে সাধারণ মানুষের উপকারে আসবে না, এমন কোনো প্রকল্প নেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। রোববার (২ জুন) সকালে রাজধানীর সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকারের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। তবে এডিস মশা মারার ব্যবস্থা নিতে হবে। এ সময় দ্রুতই ডেঙ্গু মোকাবেলায় সমন্বিত কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সংস্থার সাথে বৈঠকে বসার কথাও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু চিকিৎসার আগে, এডিস মশা দমনে সবার সহযোগিতা দরকার। পরিস্থিতি যাতে খারাপের দিকে না যায়, সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
বিষয়সমূহ:স্বাস্থ্য মন্ত্রণালয়