দন্ত চিকিৎসাকে আরও এক ধাপ এগিয়ে নিতে বাংলাদেশে এই প্রথম একদল অর্থোডন্টিস্ট দ্বারা পরিচালিত ক্লিয়ার এলাইনারের ল্যাব ”3D aligner” উদ্বোধন করা হয়। বিশ্ব অর্থোডন্টিক্স স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে এই ল্যাবটি উদ্বোধন করা হয়। সারা বাংলাদেশের অসংখ্য অর্থোডন্টিস্ট অংশগ্রহণ করেন এই আয়োজনে।
এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিধ্যালয়ের অর্থোডন্টিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গাজী শামিম হাসান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা.এম এ শিকদার। এছাড়াও ছিলেন বাংলাদেশের অর্থোডন্টিক্স বিভাগের সনাম ধন্য বিশেষজ্ঞ চিকিৎসকগন।
সেখানে উপস্থিত সকলের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা হেলাল উদ্দিন বলেন, এই রকম ভাবে দেশে আরও এলাইনারের প্রতিষ্ঠান গড়ে উঠলে দেশের সকল জন সাধারণকে এই চিকিৎসা ব্যবস্থার সুবিধা দেয়া সম্ভব।
এই প্রথম একদল অর্থোডন্টিস্ট দ্বারা পরিচালিত ক্লিয়ার এলাইনারের ল্যাব ”3D aligner
দাঁত উঁচু নিচু আঁকা বাঁকা চিকিৎসায় বিশ্বের অন্যান্য দেশ গুলোর সাথে তাল মিলিয়ে চলতে এর প্রয়োজনীয়তা অনুভব করেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের অর্থোডন্টিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা: ইসরাত মারুফা। তিনি জানান যে, দাঁত উঁচু নিচু আঁকা বাঁকা ফাকা দাঁতের চিকিৎসা বিশ্বব্যাপী অর্থোডন্টিস্টরা দিয়ে থাকেন। যা বাংলাদেশের অনেক জন সাধারণই অবগত নয়। ডেন্টালের এই বিভাগের চিকিৎসকগণ পোস্ট গ্রেজুয়েশন শেষ করে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দিয়ে থাকেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা না হলে পরবর্তীতে নানা রকম জটিলতা দেখা যেতে পারে।
এই চিকিৎসা সাধারণত দাতে ব্রেসের মাধমে করা হতো। এখন ক্লিয়ার এলাইনারের মাধ্যমে সচ্ছ থার্মোপ্লাস্টিকের মেটেরিয়ালের মাধ্যমে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে ব্রেসের চিকিৎসার পাশাপাশি।
অবশ্যই এই উন্নত চিকিৎসা ব্যবস্থা অর্থোডন্টিস্টরা জনগণের দন্ত চিকিৎসায় কাজে লাগবেন। বাংলাদেশের দন্ত সেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই উদ্দ্যোগ।
অন্যান্য সংবাদ
- ডেন্টালে উত্তীর্ণ ঊর্মির দায়িত্ব নিলো পৌর বিএনপির সদস্য সচিব
- মেন্ডি ডেন্টাল কলেজ ছাত্রদলের মানববন্ধন
- সখীপুরে ডেন্টাল ভর্তিতে যমজ বোনের চমক
- বিএমসি’র নির্বাহী কমিটির নিয়ন্ত্রণ নিয়ে মারামারি, চিকিৎসকের দাঁত ভাঙ্গার অভিযোগ
- বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত : আসনপ্রতি লড়েছেন ১২৬ জন
3D এলাইনারের প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক ডাঃ ইসরাত মারুফা জানান, তিনি দীর্ঘ দিন ধরে ক্লিয়ার এলাইনারের উপর কাজ করছেন। এই বিষয়ে অনেক গুলো ডিপ্লোমা করেছেন বিভিন্ন দেশে যেয়ে। তার এই যাত্রায় সহযোগিতা করেছেন নেপালের বিশিষ্ট অর্থোড্নটিস্ট কাঠমন্ডু ইউনিভার্সিটি স্কুল অব মেডিকেল সাইন্স এর অর্থোড্নটিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. দশরথ কাফলে। তিনি ঢাকা ডেন্টালেরই শিক্ষার্থী ছিলেন। তাই বাংলা ভাষা খুব ভালো বলেন এবং বুঝেন। বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকে তিনি এই অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থায় আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেন।”
আয়োজনে অধ্যাপক ডা. দশরথ কাফলে’র নেতৃত্বে সকাল থেকে বিকাল পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা ছিলো। প্রায় ৩০ জন অর্থোডন্টিস্ট হ্যন্ডস অনটিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছে প্রফেসর কাজি মেহেদী উল আলম ফাইন্ডেশন।