আজ রাজধানীর মিরপুরে অবস্থিত আইএলএম ইন্টারন্যাশনাল স্কুলে মুখ ও দন্ত চিকিৎসার সচেতনতায় ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয় । কাইনেটিক ডেন্টালের আয়োজনে এই ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করেন আয়োজনের উদ্যোক্তা ডাঃ নাফিসা আনজুন নাদিয়া, ডাঃ ফারহানা রহমান, ডাঃ ফাহমিনা লতিফ ভাবনা, ডাঃ সানজিদা আক্তার নাবিলা, ডাঃ রেশমা আহমেদ, ডাঃ মোঃ মুরসালিন আহমেদ, ডাঃ মালিহা খান, ডা: অন্তরা হুমায়রা।
স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন রকম সচেতনতামূলক প্রেজেন্টেশন ও কুইজের আয়োজন করা হয়েছে। এছাড়া, মুখ ও দন্ত চিকিৎসা বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
ধারবাহিকভাবে এমন আয়োজন করা হবে এমনটাই জানিয়েছে কাইনেটিক ডেন্টালের পক্ষ থেকে । এই আয়োজনে সহযোগীতায় ছিলো সেনসোডাইন।