আগামীকাল ২০ আগস্ট, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল অভিমুখে মার্চ ফর ডেন্টিষ্ট্রির ঘোষণা দিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার অধ্যাপক ডাঃ সালাউদ্দিন আল আজাদ।
আজ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলে ঘটে যাওয়া উদ্ভুত পরিস্থিতিতে এমন ঘোষনা দেয় বাংলাদেশ ডেন্টাল সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার।
তিনি তার ফেইসবুক বার্তায় লিখেন,
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সদ্য গঠিত নির্বাচন কমিশন এর একজন সদস্য হিসাবে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নির্বাচন পরিচালনার সাপেক্ষে সাধারণ ডেন্টাল সার্জনগণের মনের কথা পেশাগত উন্নয়ন এবং অপ-চিকিৎসা, দুর্নীতি মুক্ত এবং বৈষম্যহীন দন্ত চিকিৎসা সেবা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নানাভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক কিংবা পেশাজীবি ও সুবিধাভোগী কিছু মানুষের ব্যক্তিগত লাভ এবং উদাসীনতার কারনে ডেন্টিস্ট্রি পেশার মর্যাদাহানি দীর্ঘদিন থেকে লক্ষণীয়।
এমতাবস্থায় বাংলাদেশের আপামর জনসাধারণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে মাথায় রেখে, সংস্কার ও যৌক্তিক পরিবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সময়ে এ জোরপূর্বক বিচারাধীন অমিমাংসিত বিষয় এ ইচ্ছামত পরিবর্তন এর প্রতিবাদের দায়িত্ব নির্বাচন কমিশন হিসেবে আমি ও আমরা এড়িয়ে যেতে পারি না। তাই বিবেক, ব্যক্তিত্ব এবং পেশার কথা চিন্তা করে আসুন সবাই ঐক্যবদ্ধভাবে এই অপচেষ্টা ও সুযোগের সদ্ব্যবহার করে অন্যায় সুবিধা আদায়ের প্রচেষ্টাকে রুখে দেই৷ উন্মুক্ত আহবান রইল।।
সকল সাধারণ ডেন্টাল সার্জনগণের প্রতি বিনীত অনুরোধ রইলো, আগামীকাল ২০ আগস্ট মঙ্গলবার ১১ টায় বাংলাদেশ কাউন্সিল অফিসে শান্তিপূর্ণ অবস্থান, যৌক্তিক প্রতিবাদ এবং স্মারকলিপি প্রদান সহ সকলের মতামতের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে যৌক্তিক সমাধান আদায়ের লক্ষ্যে, সঠিক সময়ে উপস্থিত হই।
ডেন্টিস্ট্রি পেশার জয় হোক, কোয়াক (হাতুড়ে) ও অপচিকিৎসা দূর হোক। বিলম্ব নয়-বিভেদ নয়-নয় সংঘাত, শুরু হোক এগিয়ে যাওয়ার সুত্রপাত।।