চিকিৎসকদের ডাকা কমপ্লিট শাটডাউন তুলে নেওয়ার তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, ‘চিকিৎসকদের উপর হামলার বিচার হবে। সিসি-টিভি ফুটেজ চেক করে অভিযুক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে। চিকিৎসকদের উপর হামলা, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’