১২ সদস্যের বিশেষজ্ঞ প্যানেলে নেই ডেন্টাল প্রতিনিধি !

ডেন্টাল টাইমস
ডেন্টাল টাইমস

গতকাল ঘোষিত স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার ও চিকিৎসাসেবার মানোন্নয়নে বিশেষজ্ঞ প্যানেলে নেই কোন ডেন্টাল চিকিৎসক প্রতিনিধি। স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক অধ্যাপক ডা. এম এ ফয়েজকে সভাপতি করে ১২ সদস্যের এই প্যানেল গঠন করা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালীকরণে এই বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা।

এতে বলা হয়েছে, দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থারবিষয় ভিত্তিক প্রয়োজনীয় সংস্কার ও চিকিৎসাসেবার গুণগত মান উন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের জন্য বিশেষজ্ঞগণের সমন্বয়ে নিম্নোক্ত বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হলো।

প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন

  1. বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান,
  2. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান,
  3. রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রাক্তন পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান,
  4. অবসটেট্ররিকেল এন্ড গাইনোকলজিকেল সোসাইটি অব বাংলাদেশের প্রাক্তন সভাপতি এবং সিনিয়র প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফেরদৌসি বেগম,
  5. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যাপক ডা. ফিরোজ কাদের,
  6. স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা,
  7. ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধ্যাপক ডা. শাকিল আহমদ,
  8. সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. ফজলুর রহমান,
  9. বিএসএমএমইউর মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এমএ জলিল চৌধুরী,
  10. এমএইচ সমরিতা মেডিকেল কলেজের ডারমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমদ শামিম এবং
  11. জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের প্রাক্তন পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ শাফি মজুমদার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় বিষয়ভিত্তিক সংস্কারের জন্য নীতি-নির্ধারণ ছাড়াও সকল স্তরে চিকিৎসা শিক্ষার বিশ্বমানের স্বীকৃতি এবং উচ্চ শিক্ষাকে আধুনিকায়নের বিষয়ে পরামর্শ প্রদান করবে এই প্যানেল। এ ছাড়া নগর, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে মানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার ও কার্যকর ছাড়াও আরও বেশ কিছু কার্যপরিধি রয়েছে এই প্যানেলের।

এই সংবাদটি শেয়ার করুন

ডেন্টাল টাইমসে প্রকাশের উদ্দেশ্যে সংবাদ/লেখা পাঠাতে চাইলে নাম, ফোন নাম্বার এবং বিস্তারিত ছবিসহ আমাদের dentaltimesbd@gmail.com এ ই-মেইল করুন । এছাড়া, জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন - বার্তাকক্ষ ০১৮৩৩৩৯১৫৮১

আমাদের প্রকাশিত সংবাদ নিয়মিত পেতে

সোশ্যাল মিডিয়ায় আমাদের Follow করুন​

এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *