বাংলাদেশ ডেন্টাল সোসাইটিকে শক্তিশালী করার লক্ষ্যে ৫ দফা সংস্কার প্রস্তাব করে ন্যাশনাল ডক্টরস ফোরাম, ডেন্টাল বিভাগ । আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রস্তাব উত্থাপন করা হয়।
ন্যাশনাল ডক্টরস ফোরাম, ডেন্টাল বিভাগ কেন্দ্রীয় কমিটির অফিস সেক্রেটারী ডাঃ মোহাম্মদ ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রস্তবনা করা হয় । বাংলাদেশ ডেন্টাল সোসাইটি নির্বাচন নিয়ে জটিলতা নিরসনে ” ন্যাশনাল ডক্টরস ফোরাম, ডেন্টাল বিভাগ” (কেন্দ্রীয় কমিটির) পক্ষ থেকে জরুরি ঘোষণা শিরোনামে বলা হয়
সম্প্রতি বাংলাদেশের ডেন্টাল সার্জনদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ ডেন্টাল সোসাইটির নির্বাচন সংক্রান্ত জটিলতা ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), ডেন্টাল বিভাগ (কেন্দ্রীয় কমিটির) দৃষ্টিগোচর হয়েছে। নির্বাচন ঘিরে যে ঘটনাপ্রবাহ আমরা লক্ষ্য করেছি তা পেশাগত ঐক্যবদ্ধতার জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং এটি ৫ই আগষ্ট ২০২৪ এর চেতনার বিপরীত কাজ বলে আমরা মনে করি। এভাবে চলতে থাকলে সোসাইটি বিভিন্ন মহলে যেমন তার গ্রহণযোগ্যতা হারাবে তেমনি আপামর ডেন্টাল সার্জনদের কাছে তার আস্থা হারাবে। বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ডেন্টাল সার্জনদের একমাত্র আশা ভরসার স্থল। তাই দল মত নির্বিশেষে এই সোসাইটিকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা নিম্নোক্ত সংস্কার প্রস্তাব পেশ করছি-
১। পেশার জ্যেষ্ঠ ও প্রখ্যাত চিকিৎসকদের নিয়ে সর্বসম্মতিক্রমে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। ২। দীর্ঘদিন ধরে সদস্য পদ সংগ্রহ বন্ধ থাকায়, এবারের মত সবাইকে বিনা ফি তে ভোটার হিসেবে ঘোষণা করতে হবে।
৩। নিরপেক্ষ জায়গায় দেশের বিভিন্ন স্থানে একাধিক ভোট কেন্দ্র স্থাপন সহ প্রত্যন্ত এলাকায় বসেও যেন একজন ভোটার ভোট দিতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪। নির্বাচিত কমিটি গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কার আনবেন।
৫। নির্বাচিত কমিটির প্রাধিকার কাজের মধ্যে “কোয়াক নির্মূল” করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
৫ই আগষ্ট ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবের মাধ্যমে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেলাম তা সম্ভব হয়েছে কেবলমাত্র সবার নিঃস্বার্থ ঐক্যবদ্ধতার কারণে। একই ভাবে বাংলাদেশের ডেন্টাল সার্জনদের স্বার্থ রক্ষার প্রতিষ্ঠান বাংলাদেশ ডেন্টাল সোসাইটিকে শক্তিশালী করার লক্ষ্যে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, সবার মতামতকে উপেক্ষা করে যদি ডেন্টাল সোসাইটির কমিটি ঘোষণা করা হয় তাহলে এই কমিটি ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সহ সাধারণ ডেন্টাল সার্জনগণের নিকট গ্রহণযোগ্যতা পাবে না।