মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বাড়িয়ে আগামীকাল ১৫ অক্টোবর করা হয়েছে এবং সকলের অনুরোধ ও মতামতের ভিত্তিতে আরো দু’জন নির্বাচন কমিশনার যুক্ত করা হয়েছে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির র্নির্বাচন কমিশনার ডাঃ সালাহ উদ্দিন আল আজাদ।
আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ২০২৪ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন ছিলো । যা বাড়িয়ে আগামীকাল পর্যন্ত নেয়া হয়েছে।
তিনি আরো জানান , সকলের অনুরোধ ও অংশীজনের মতামতের ভিত্তিতে আরো দু’জন নির্বাচন কমিশনার যুক্ত করা হয়েছে । তারা হলেন ঢাকা ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক ডা: সমির বণিক ও কমিউনিটি বেইজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক ডা: মোখলেসুর রহমান। এবং নির্বাচনে মোট মনোনয়নপত্র বিক্রি হয়েছে ১১৮ টি। যা নির্বাচন কমিশনের জন্য স্বস্তিদায়ক।
সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়ে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কার্যালয়ে। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের ডেন্টাল সার্জনবৃন্দ।