খাগড়াছড়ি জেলার মহাজন পাড়া কলেজ রোড এলাকায় অবস্থিত ‘ডেন্টাল আর্ট’ নামে একটি ডেন্টাল চেম্বার হামলার শিকার হয়েছে। ডেন্টাল চেম্বারটি ঢাকা ডেন্টাল কলেজের সাবেক শিক্ষার্থী ডাঃ নিউটন চাকমা’র প্রতিষ্ঠান।
ডাঃ নিউটন চাকমা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, “ সপ্তাহ দুয়েক আগে রাঙ্গামাটিতে আমার বন্ধু ডা. আবীরের চেম্বার সাম্প্রদায়িক হামলার শিকার হওয়ার পর গত ০১/১০/২০২৪ তারিখে খাগড়াছড়ি সংগঠিত সাম্প্রদায়িক হামলার শিকার হলো এবার আমার নিজেরই প্রাইভেট চেম্বার। ক্ষতির পরিমান কম হলেও হামলা হিসেবেই নিতে হবে।আমার জ্ঞাতসারে এ যাবত জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাইকে চিকিৎসা দিতে গিয়ে কারোই সাথে বৈষম্য মূলক আচরন করি নাই তারপরও আমার চেম্বার রক্ষা পেলো না!”
তিনি আরো বলেন, “চিন্তা করেছিলাম খাগড়াছড়িতে মান সম্পন্ন আধুনিক ডেন্টাল চিকিৎসার বড়ই অভাব তা নিয়ে কিছু করা যায় কিনা। এ চিন্তা থেকে সম্ভবত খাগড়াছড়িতে সর্ব প্রথম অত্যাধুনিক ডেন্টাল গ্যাজেট সমৃদ্ধ ডেন্টাল প্র্যাক্টিস শুরু করি। ঢাকার যেখান থেকে ডেন্টাল ইন্সট্রুমেন্ট কিনতাম তারা তখন বলেছিল আপনি যে দামী গ্যাজেট নিচ্ছেন এ খরচ কি উঠাতে পারবেন তখন আমি বলেছিলাম খাগড়াছড়িতে আমার নিজস্ব কোন বাড়িঘর নেই ভাড়া বাসায় থাকি তারপরও ভালো চিকিৎসা দিতে হবে,খরচ উঠাতে পারবো কিনা সেটা পরে দেখা যাবে। তারপরও আমার চিকিৎসা সেবা চালিয়ে যাবো থেমে থাকবে না। আমার কারোরি বিরুদ্ধে কোন অভিযোগ নেই। শুধু প্রার্থনা করতে পারি এ হামলার বিনিময়ে হলেও খাগড়াছড়িতে শান্তি ফিরে আসুক, মানবতা ও মনুষ্যত্ববোধ জাগ্রত হোক,ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলার চেতনাবোধ জাগ্রত হোক সবার। ”