মিলিটারি ডেন্টাল সেন্টার যশোর ও জাহানাবাদের পতাকা উত্তোলন

ডেন্টাল টাইমস
ডেন্টাল টাইমস

বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি ডেন্টাল সেন্টার যশোর এবং মিলিটারি ডেন্টাল সেন্টার জাহানাবাদের পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যশোর সেনানিবাসে পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি আনুষ্ঠানিকভাবে ওই পতাকা উত্তোলন শেষে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি দেশমাতৃকার যে কোন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে মিলিটারি ডেন্টাল সেন্টার’কে প্রস্তুত থাকার পাশাপাশি পেশাদারিত্বে ঈপ্সিত মান অর্জনের মাধ্যমে উন্নতমানের দন্ত চিকিৎসা সেবা প্রদানের আহবান জানান।

আইএসপিআর জানিয়েছে, মহান স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক ইচ্ছায় এবং প্রত্যক্ষ দিক নির্দেশনায় ১৯৭২ সালে সদ্য স্বাধীন বাংলাদেশে চারজন ডেন্টাল সার্জনের সমন্বয়ে আর্মি ডেন্টাল কোরের যাত্রা শুরু হয়। সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে ২৩টি মিলিটারি ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে স্বতন্ত্রভাবে আর্মি ডেন্টাল কোরের নবযাত্রা শুরু হয়। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো মিলিটারি ডেন্টাল সেন্টার, যশোর এবং মিলিটারি ডেন্টাল সেন্টার জাহানাবাদের পতাকা উত্তোলন অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ঊর্ধতন সেনাকর্মকর্তা ও বিভিন্ন পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত
এই সংবাদটি শেয়ার করুন

ডেন্টাল টাইমসে প্রকাশের উদ্দেশ্যে সংবাদ/লেখা পাঠাতে চাইলে নাম, ফোন নাম্বার এবং বিস্তারিত ছবিসহ আমাদের dentaltimesbd@gmail.com এ ই-মেইল করুন । এছাড়া, জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন - বার্তাকক্ষ ০১৮৩৩৩৯১৫৮১

আমাদের প্রকাশিত সংবাদ নিয়মিত পেতে

সোশ্যাল মিডিয়ায় আমাদের Follow করুন​

এই সংবাদ নিয়ে আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *